ষাটের জাদু! মিস ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়লেন অ্যালেজেন্দ্রা

ষাটের জাদু! মিস ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়লেন অ্যালেজেন্দ্রা

কলকাতা: বয়স শুধুই সংখ্যা মাত্র। ৬০ বছর পেরিয়েও তিনি লাস্যময়ী৷ মুখের লাবন্য দেখে বয়স বোঝার কোনও উপায় নেই৷ টেক্কা দিতে পারে ৩০-এর সুন্দরীকেও৷ সেই রূপের ছটাতেই মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট ছিনিয়ে নিলেন লা প্লাটার বাসিন্দা অ্যালেজেন্দ্রা রদ্রিগেজ৷ সুন্দরী প্রতিযোগীতার খেতাব জিতে খবরের শিরোনামে কেড়েছেন তিনি৷ 

 পেশায় আইনজীবী এবং সাংবাদিক অ্যালজেন্দ্রা এই খেতাব জিতে যে সকলকে বিষ্মিত করেছেন, তা আর বলাই বাহুল্য৷ তিনিই বিশ্বের প্রথম মহিলা যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগীতায় বিজয়ী হলেন৷ অ্যালেজেন্দ্রা অবশ্য এখানেই থামতে নারাজ৷ তাঁর পরবর্তী লক্ষ মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

এখনও পর্যন্ত মিস ইউনিভার্সের খেতাব জয়ী কোনও প্রতিযোগীরই বয়স ৩০-এর কোটায় পৌঁছয়নি৷ যদিও এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়সের মাপকাঠি ১৮ থেকে ৭৩ পর্যন্ত রাখা হয়েছে৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *