আজকের ৯৩ আসনে ২০১৯ সালে কী হয়েছিল?

আজকের ৯৩ আসনে ২০১৯ সালে কী হয়েছিল?

দিল্লি: ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৩৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের নির্বাচনে। ৯৩ আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। কিন্তু ২০১৯ সালে এই আসনগুলোতে ফলাফল কী ছিল? 

২০১৯ সালে এই ৯৩টি আসন মিলিয়ে এনডিএ-র ঝুলিতে গিয়েছিল ৫১.৮ শতাংশ ভোট। এদিকে ইন্ডিয়া ব্লক পেয়েছিল ৩১.৯ শতাংশ ভোট। অবশ্য শিবসেনা বা এনসিপি-র ভোট এতে ধরা হয়নি। সেই সময় দুই দলই অবিভক্ত ছিল। এখন দুই দলেরই ভাগাভাগি হয়েছে। একটি অংশ এনডিএ-র সঙ্গে রয়েছে, অপর অংশ রয়েছে ইন্ডিয়া ব্লকের সঙ্গে। এদিকে আজকে যে ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে ২০১৯ সালে ৭৫টি আসনে জয়ী হয়েছিল এনডিএ। ইন্ডিয়া ব্লকের দলগুলি জিতেছিল ৮টি আসনে। এছাড়া সংযুক্ত শিবসেনা জিতেছিল ৪টি, এনসিপি জিতেছিল ৩টি, নির্দল প্রার্থীদের ঝুলিতে গিয়েছিল দু’টি আসন এবং এআইইউডিএফ জিতেছিল ১টি আসনে। কিন্তু এবারে নির্বাচনের ফলাফল কি হবে? জানতে অপেক্ষা ৪ঠা জুন পর্যন্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *