দেশের ৮৫% পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ভাবনাই নেই! চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

দেশের ৮৫% পড়ুয়াদের কেরিয়ার নিয়ে ভাবনাই নেই! চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

8e00cd48b1e2c3b31bc5c65bdce909a4

নয়াদিল্লি: আজকালের প্রজন্ম সবকিছু নিয়ে আগে থেকেই তৎপর বলে একাংশের ধারনা। সোশ্যাল মিডিয়ার যুগে তারা যে প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এটাও মানেন অনেকে। কিন্তু সত্যি কি তাই? সাম্প্রতিক এক সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তা অবাক তো করবেই, ভয়ও পাওয়াবে। কারণ জানা গিয়েছে, দেশের ৮৫ শতাংশ পড়ুয়াই নিজেদের কেরিয়ার নিয়ে সচেতন না। তাদের ধারণাই নেই যে তারা ভবিষ্যতে কী করবে। 

একটি বেসরকারি সংস্থা সম্প্রতি নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে এই সমীক্ষা করেছিল। দেখা গিয়েছে, পড়ুয়া তো বটেই, ৫০ শতাংশ অভিভাবকেরও তাদের সন্তানের কেরিয়ার নিয়ে স্পষ্ট ধারনা রাখছেন না। তবে কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীও এই সমীক্ষায় অংশ নিয়েছে যারা জানিয়েছে, রাজ্য সরকারের বেশ কিছু পদক্ষেপে তারা খুশি এবং তাতে তাদের লাভ হচ্ছে। সর্বভারতীয় বোর্ডগুলিতে নবম শ্রেণি থেকেই কলা, বিজ্ঞান বা বাণিজ্য শাখায় পড়াশোনা শুরু করতে হয়। এছাড়া দ্বাদশ শ্রেণির পরে অনার্স বা অন্যান্য পেশাদার কোর্সের পড়াশোনা চলে। দেশের বিভিন্ন অঞ্চলের ২০০০ ছাত্রছাত্রীর মতামত নেওয়া হয়েছে এই সমীক্ষায়। সেখানে মাত্র এক তৃতীয়াংশ ছাত্রছাত্রী জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই চালু কেরিয়ার কাউন্সেলিং পরিষেবায় খুশি। 
কেরিয়ার কাউন্সেলরদের মতে, কোন পড়ুয়ার কোন বিষয়ে ঝোঁক রয়েছে, তা আগে থেকে চিহ্নিত করে রাখলে শাখা বাছতে সুবিধা হয়। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে পড়াশুনার ক্ষেত্রে যে পরিবর্তন আসছে তা আগামী দিনে ভালো ফল দেবে।
ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *