ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সার্বিকভাবে দেশে প্রথম JNU!

ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সার্বিকভাবে দেশে প্রথম JNU!

imagesmissing

নয়াদিল্লি: ফের সাফল্যের শীর্ষে বাংলা৷ বিষয়ভিত্তিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতসেরার শিরোপা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ অনুযায়ী দর্শন বিভাগে ভারত সেরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে এই স্বীকৃতি পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সাফল্যের মুকুট পড়িয়েছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খড়্গপুরও। কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরার স্বীকৃতি পয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
 

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষ স্থান দখল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷ (জেএইউ)৷ ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি ও ইতিহাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরার শিরোপা অর্জন করে জেএনইউ। এছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিয়োলজি ও ভুগোলে সবচেয়ে ভালো ফল করেছে এই বিশ্ববিদ্যালয়৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *