প্রথা ভেঙে দিদিমণির হাতেই বাণীবন্দনা! অন্ধ সংস্কার ভাঙার পাঠ দিল কলকাতার স্কুল

প্রথা ভেঙে দিদিমণির হাতেই বাণীবন্দনা! অন্ধ সংস্কার ভাঙার পাঠ দিল কলকাতার স্কুল

5d2ba40adacb44c9b78474456ccf700a

কলকাতা: সরস্বতী পুজো মানেই পুরোহিতমশাইদের বাজারগরম৷ বাড়ি বাড়ি পুজো, এদিন সকাল থেকেই পুরোহিতদের দারুন দর৷ শুধু বাড়ি নয়, স্কুল, কলেজেও পুজো করতে ছুটে বেড়ান তাঁরা৷ এক বাড়ি থেকে বেরতে না বেরতেই আরেক বাড়ি থেকে টানাটানি৷ তাই আর সে সব ঝক্কি না ককরে এই বছর একটু অন্য ভাবেই বাণীবন্দনা করল শহরেরই এক বিদ্যালয়। চিরাচরিত প্রথা ভেঙে, স্কুলের শিক্ষিকার হাতেই পূজিতা হলেন দেবী সরস্বতী। অন্য পুজোর সাক্ষী থাকল পড়ু.য়ারা৷ দক্ষিণ কলকাতার গরফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুজো এনে দিল ভিন্ন স্বাদ৷ যদিও মহিলা পুরোহিতের হাতে মূর্তিপূজার চল অনেক বর ধরেই চলে আসছে৷ শুধু পুজো নয়, বিয়ের আসরেও দেখা যায় মহিলা পুরোহিতদের। তবে স্কুলের দিদিমণিকে পৌরহিত্য করতে দেখলে ছাত্রীরা যে আরও বেশি করে একাত্মবোধ করবে, তা বলাইবাহুল্য। সেই চিন্তা ভাবনা থেকেই পুজোর আসনে বসার সিদ্ধান্ত নেন স্কুলেরই দিদিমণি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *