দেড় মাসেই বাড়ল ২৭০ শতাংশ! নাম জানেন এই স্টকের?

দেড় মাসেই বাড়ল ২৭০ শতাংশ! নাম জানেন এই স্টকের?

imagesmissing

মুম্বই: আমেদাবাদের Pratham EPC Projects এর শেয়ারের দাম গত কয়েকদিনে হু হু করে বেড়েছে। ২ মাসেরও কম সময়ে এই শেয়ারের দাম বেড়েছে ২৭০ শতাংশ। বাজারে পতন এলেও এই শেয়ারটি ছিল আপার সার্কিটে। শুক্রবার এই শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে বন্ধ হয় ২৭৬.২০ টাকায়। ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে এই শেয়ার। 

NAE Emerge-এর মধ্যে এই ইঞ্জিনিয়ারিং প্রকিওরমেন্ট এবং কনস্ট্রাকশন সেক্টরের সংস্থার এটি প্রথম স্টক হিসেবে বাজারে তালিকাভুক্ত হয়েছিল। প্রতি শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছিল ৭১-৭৫ টাকা। অন্যদিকে একটি লটে এই সংস্থার ১৬০০টি শেয়ার রাখা ছিল। ফলে বিনিয়োগকারীদের এক লট আইপিও কিনতে হলে একত্রে ১৬০০ শেয়ার কিনতে হত। যে দামে ট্রেড করছে এই সংস্থার শেয়ার, তাঁর সঙ্গে আইপিওর প্রাইসব্যান্ড মিলিয়ে দেখলে ২৬৮.২৬ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এখনও পর্যন্ত এপ্রিল মাসে শেয়ারটি ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *