৭মে ব্যাঙ্ক বন্ধ? ডিটেইলে জানুন

৭মে ব্যাঙ্ক বন্ধ? ডিটেইলে জানুন

দিল্লি: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আবহে বেশ কিছু শহরে ভোটের দিনগুলোতে বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। অলরেডি সারা দেশে দুই দফার ভোট হয়ে গিয়েছে। ৭ই মে হবে তৃতীয় দফার ভোট। বিভিন্ন রাজ্যের মোট ৯৪টি লোকসভা আসনে হবে এই দফায়। মঙ্গলবার তাই ভোটের কারণে দেশের বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে তৃতীয় দফার লোকসভা ভোটের কারণে আমেদাবাদ, ভোপাল, পানাজি এবং রায়পুর সার্কলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও মে মাসে আরও কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৮মে, ১০মে, ১৩মে, ১৬মে, ২০মে, ২৩মে এবং ২৫মে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। ফলে UPI বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাঙ্কে টাকা পাঠানো বা অন্য কোনও লেনদেন করতে পারবেন আপনিইঘরে বসেই। 
এর আগে ১ মে তারিখেও শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবসের জন্য বন্ধ ছিল ব্যাঙ্ক।
 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *