মাত্র ২৫০ টাকা জমিয়েই মিলবে ৫৪ লাখ টাকা রিটার্ন! ঝটপট করে নিন এই বিমা

মাত্র ২৫০ টাকা জমিয়েই মিলবে ৫৪ লাখ টাকা রিটার্ন! ঝটপট করে নিন এই বিমা

নয়া দিল্লি:  ভবিষ্যতকে সুক্ষিত করতে সঞ্চয় আবশ্যক৷ এর জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু, সেক্ষেত্রে অনেক ঝুঁকিও রয়েছে৷ অনেকেই সেই ঝুঁকি নিতে চান না। অধিকাংশ মানুষই চান এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে আর্থিক সুরক্ষা তো থাকবেই, পাশাপাশি ভাল রিটার্নও মিলবে। এক্ষেত্রে দেশের একটা বড় অংশের মানুষের ভরসা এলআইসি৷

 

এলআইসি জীবন লাভ পলিসিতে বিমা করানোর  জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সর্বাধিক ৫৯ বছর৷  ১৬ বছর, ২১ বছর বা ২৫ বছরের মেয়াদে এই বিমা করাতে পারবেন আপনি৷ এই বিমায় জমা টাকার কোনও ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি৷ 

এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল ডেথ বেনিফিট৷ অর্থাৎ বিমার মেয়াদ ফুরনোর আগেই যদি বিমাকারীর মৃত্যু হয়, তবে তাঁর পরিবার বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ পেয়ে যাবে৷ এছাড়াও এই প্রকল্পে ৩ বছর নিয়মিত প্রিমিয়াম দিলে, পাওয়া যাবে ঋণের সুবিধাও৷ 

এলআইসি-র এই বিমায় প্রতি বছর আপনাকে ৯২ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে পড়বে ৭৭০০ টাকা৷ প্রতিদিনের হিসাবে ২৫৩ টাকা৷ বিমার মেয়াদ শেষে হাতে রিটার্ন পাবেন ৫৪.৫০ লক্ষ টাকা।

এই পলিসির আরও একটি বড় সুবিধা হল, ডেথ বেনিফিট। অর্থাৎ বিমা চলাকালীন যদি বিমাকারীর মৃত্যু হয়, তবে তিনি বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ পাবেন।

এছাড়া আপনি যদি এই বিমায় ৩ বছর নিয়মিত প্রিমিয়াম দেন, তবে আপনি ঋণের সুবিধাও পাবেন।

কত টাকা রিটার্ন পাবেন?

এই বিমার অধীনে আপনাকে প্রতি বছর ৯২ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৭৭০০ টাকা বা প্রতিদিনের হিসাবে ২৫৩ টাকা করে জমাতে হবে।  বিমার মেয়াদ শেষে রিটার্ন পাবেন ৫৪.৫০ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *