lok sabha polls
কলকাতা: গত বছর পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরেছে গ্রাম বাংলায়৷ দফায় দফায় অশান্তির আগুন ছড়িয়েছে৷ বাংলার পরিস্থিতি বিবেচনা করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ এক দফা পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল৷ আসন্ন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেই সংখ্যাকেও পিছনে ফেলল জাতীয় নির্বাচন কমিশন৷ জানা যাচ্ছে, সোকসভা ভোটে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন সদন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, কোনও একটি দফায় প্রয়োজন পড়লে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল-দেশের আর কোনও রাজ্যের জন্য এত বিপুল সংখ্যক বাহিনী চাওয়া হয়নি৷ এমনকি জঙ্গি তাণ্ডবের ঝুঁকি থাকা জম্মু-কাশ্মীরের জন্যে ৬৩৫ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন৷ মাওবাদী উপদ্রুত ছত্তীসগড়ের জন্যে চাওয়া হয়েছে ৩৬০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স৷