নয়াদিল্লি: বিপন্ন অর্থনীতির মাঝে ২০২১ সালের কেন্দ্রীয় বার্ষিক বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রথম পেপারলেস এই বাজেটে বিভিন্ন খাতে বিশেষ নজর দেওয়া হল বিশেষ কিছু খাতে ক্ষমতা ও দ্বায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও নেওয়া হল। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি প্রস্তাব সামনে নিয়ে এলেন, যেটি হল, বিদেশ থেকে সকন্যা এবং রুপা আমদানির ক্ষেত্রে কমিয়ে দেওয়া হবে কাস্টম দপ্তরের হস্তক্ষেপ।
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সোনা ও রুপার মতো মূল্যবান ধাতু বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে কেন্দ্রীয় কাস্টম দপ্তরের ক্ষমতা ১২.৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাস থেকে এই আমদানির ক্ষেত্রে কাস্টম দপ্তরের ক্ষমতা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করা হয়েছিল। এবং এই কারণেই এইসব মূল্যবান ধাতুগুলির দাম ভারতীয় বাজারে মাত্রাধিক পরিমানে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আর তাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের প্রস্তাব সামনে নিয়ে এলেন সোমবারের বাজেটে।
পণ্যমূল্য সমীক্ষাকারী সংস্থা এমসিএক্স’এর সমীক্ষা অনুযায়ী ভারতীয় বাজারে সোনা’র দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে বর্তমানে ভারতীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭৯১৮ টাকা প্রতি গ্রাম। সোনার এই মূল্য বিশ্বের বাজারের তুলনায় ২ শতাংশ বেশি বলে ঘোষণা করেছে অর্থমন্ত্রক কারণ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১৮৭২.৪ ডলার। তাছাড়া দেশের বাজারে রুপা’র মূল্য ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে ৭৩৫০৮ টাকা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় ১০ শতাংশ বেশি।
তাই এইসব নির্ধারিত জিনিসের আমদানির ক্ষেত্রে ‘কৃষিজ পরিকাঠামো নির্মাণ ও উন্নয়ন কর’ অর্থাৎ এআইডিসি লাগু করার কথা সোমবার কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই করের বোঝা যাতে খরিদ্দারের ঘাড়ে অতিরিক্ত বোঝা হয়ে না চাপে, তাই এই ক্ষেত্রে কাস্টম দপ্তরের হস্তক্ষেপ কমিয়ে দেওয়া হল বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরো ঘোষণা করেন যে এই নতুন এআইডিসি কর কৃষিক্ষেত্রের উন্নয়নে খরচ করা হবে।