ভোট আবহের মধ্যে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে নিঃশব্দে তদন্তে সিবিআই

ভোট আবহের মধ্যে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে নিঃশব্দে তদন্তে সিবিআই

imagesmissing

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমে পুড়ছে গোটা বাংলা। তার মধ্যে চড়েছে নির্বাচনী উত্তাপ। যত দিন যাচ্ছে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এই আবহের মধ্যে সন্দেশখালিতে নতুন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পথে সিবিআই। এবার জমি, ভেড়ি দখল ইস্যুর পাশাপাশি নারী নির্যাতন নিয়েও এফআইআর দায়ের করল সিবিআই। জানা গিয়েছে একাধিক প্রভাবশালীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই। সন্দেশখালির বসিন্দারা যাতে অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ কিছুদিন আগেই একটি ই-মেল আইডি প্রকাশ করেছে।  ই-মেল আইডিটি হল sandeshkhali@cbi.gov.in। সেখানে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতেই নারী নির্যাতন নিয়ে সিবিআই এবার অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর, ই-মেলে একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ জানিয়েছেন সন্দেশখালির কয়েকজন মহিলা। তবে সেই প্রভাবশালীদের নাম জানা যায়নি।

 

সম্প্রতি সন্দেশখালিতে একাধিকবার হানা দিয়েছে সিবিআই। সন্দেশখালি থানার পাশাপাশি ন্যাজাটের সুন্দরখালি অঞ্চলেও গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে গ্রামবাসীদের জমি দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই সিবিআই আধিকারিকরা ওই অঞ্চলে গিয়েছিলেন। জানা গিয়েছে জমি, ভেড়ি দখল করে নেওয়া সংক্রান্ত বেশ কিছু তথ্য হাতে পেয়েছে সিবিআই।‌ সেগুলি যাচাই করতে এবং আরও তথ্যের খোঁজেই  সন্দেশখালিতে কিছু দিন আগেই গিয়েছিল সিবিআই। একাধিক সূত্র জানাচ্ছে, সন্দেশখালি মামলায় সার্বিক তদন্তভার হাতে পেয়ে আগামী দিনে আরও কয়েকজনকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এই পরিস্থিতিতে একাধিক প্রভাবশালী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনল সিবিআই। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলার নির্বাচনে এবার অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। যেখানে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূলের এক শ্রেণির নেতাদের বিরুদ্ধে। তাই সিবিআইয়ের প্রকাশ করা ই-মেলে কোন কোন প্রভাবশালীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই অভিযোগ নিয়ে তদন্তের তোড়জোড় শুরু করেছে সিবিআই, এমনটাই সূত্রের খবর।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *