JEE পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন চাকরিহারারা, জানিয়ে দিল এন্ট্রাস বোর্ড

JEE পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন চাকরিহারারা, জানিয়ে দিল এন্ট্রাস বোর্ড

imagesmissing

কলকাতা: এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিহারা ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী৷ চাকরি হারানো সেই শিক্ষকরা আসন্ন জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন, জানিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড৷ 

শুক্রবার এ প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, ‘‘আদালতের রায়ে চাকরি হারানো শিক্ষকেরা জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন না, এমন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের কাছে সবরকম সহযোগিতা চাওয়া হয়েছে। ওঁরা যে ভাবে আয়োজন করবেন, তেমনই হবে। কেবলমাত্র পূর্ণ সময়ের শিক্ষকরাই গার্ড দেবেন বলে জানানো হয়েছে। স্কুলের প্রশাসনিক বিষয়ে আমরা হতস্তক্ষেপ করতে পারি না।’’ মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তাও জানান, তারা স্কুলগুলোকে এই ধরনের কোনও নির্দেশিকা দিচ্ছি না।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *