‘বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারল না? পুলিশের অপদার্থতা’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক সৌগত

‘বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারল না? পুলিশের অপদার্থতা’, সন্দেশখালি নিয়ে বিস্ফোরক সৌগত

imagesmissing

পানিহাটি: ফের শিরোনামে সন্দেশখালি৷ ‘বাঘ’ হীন ছোট্ট দ্বীপে শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযানে নামে সিবিআই৷ মাটি খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্য়ে রয়েছে পুলিশের রিভলভারও। বোমা উদ্ধার করতে শাহজাহানের গড় সন্দেশখালিতে পৌঁছয় এনএসজি। সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার হতেই পুলিশের ওপরে দায় চাপাতে শুরু করেন তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁদের বক্তব্য, অস্ত্র যদি কেউ রেখে গিয়েও থাকে, পুলিশের উচিত ছিল সেটা দেখা। গতকাল কুণাল ঘোষ বলেন, ‘‘বিষয়টা পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, পুলিশের আগেই তা বের করা উচিত ছিল।” এখন প্রশ্ন উঠছে, তবে কি পুলিশের উপর দায় চাপিয়ে নিজেদের সেফ রাখতে চাইছে শাসক শিবির?

শনিবার প্রচারে বেরিয়ে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মুখেও শোনা গেল খানিকটা একই সুর৷ রাজ্যের পুলিশকে সরাসরি ‘অপদার্থ’ বলে সম্বোধন করেন তিনি। সন্দেশখালি প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘‘যে বা যারা অস্ত্র রাখুক না কেন, বেআইনি অস্ত্র ধরা পুলিশেরই কাজ। কিন্তু, এটা পুলিশের অপদার্থতা।’’ সেই সঙ্গেই তাঁর মত, কেন্দ্রীয় এজেন্সিই উদ্দেশ্য নিয়ে অস্ত্র ঢুকিয়েছে৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *