চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের ভাগ্যের চাকা কোনদিকে? সোমেই মিলতে পারে জবাব

চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের ভাগ্যের চাকা কোনদিকে? সোমেই মিলতে পারে জবাব

imagesmissing

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে একলপ্তে চাকরিহারা ২৫, ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্য শিক্ষা পর্ষদ৷ সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে খবর, সোমবারই হতে পারে এই মামলার শুনানি৷ 

হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ গত সোমবার রায় ঘোষণা করে৷ তাতে ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করা হয়। আদালতের বক্তব্য, এসএসসি-র নিয়োগে মোট ১৭ রকমভাবে বেনিয়ম হয়েছে। কে যোগ্য, কে অযোগ্য চাকরিপ্রাপক, তা আলাদা করা যায়নি।

উল্লেখ্য, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে ২০১৬ সালে মোট ২৪ হাজার ৬৪০টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। নিয়োগপত্র দেওয়া হয়েছিল ২৫ হাজার ৭৫৩ জনকে। হাই কোর্টের রায়ে সমস্ত নিয়োগপত্র বাতিল করা হয়েছে৷ মানবিক কারণে চাকরি যায়নি ক্যানসার আক্রান্ত সোমা দাসের৷ এবার সোমবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মুখে হাসি ফোটে কিনা, সেটাই দেখার৷  

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *