কলকাতা : ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেন অভিনীত ছবি ‘দত্তা’। এবার সেই ছবি আরও একবার আসতে চলেছে পর্দায়। তখন ছবিতে বিজয়ার চরিত্রে দেখা গিয়েছিল সুচিত্রা সেনকে।
এবার সেই চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস আহমেদ, জয় সেনগুপ্ত ও বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতাকে। এছাড়াও রয়েছেন দেবলীনা কুমার। এই ছবির পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। সম্প্রতি, শান্তিনিকেতনে হয়েছে ‘দত্তা’ ছবির শ্যুটিং।