মুম্বই : এবার একসঙ্গে সলমন এবং ফারহান। একটু খোলসা করেই বলি, একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন খান এবং ফারহান আখতার। একসময়ের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম-জাভেদের পুত্ররা একসঙ্গে কাজ করার খবরে বেশ শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। দিনকয়েক আগেই নতুন ছবি নিয়ে সল্লু মিয়াঁর সঙ্গে আলোচনা করেছেন ফারহান আখতার। এই প্রথম তাঁরা দুজন একসঙ্গে কাজ করতে চলেছেন।
তবে ছবিটির প্রযোজনা ও পরিচালনায় কে থাকবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দুজনেই বেশ উৎসাহিত একসঙ্গে কাজ করার ব্যাপারে। বছরের শুরুতেই শোনা গিয়েছিল ‘ডন থ্রি’ দিয়েই পরিচালনায় ফিরতে চলেছেন ফারহান। তবে, পরে রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘তুফান’ ছবিতে অভিনয়ের কথা ঘোষণা করেন ফারহান। ছবিতে এক বক্সারের চরিত্রে দেখা যাবে তাঁকে। আবার ভাইজানের হাতেও রয়েছে বনশালির ‘ইনশাআল্লাহ’ এবং দাবাং থ্রি-র মতো বিগ প্রজেক্ট। তাই তাঁদের যুগলবন্দি দর্শকদের সামনে ধরা দিতে যে বেশ খানিকটা সময় লাগবে তা বলাই যায়।