কীভাবে নজর কাড়লেন বিউটি ক্যুইন দীপিকা?

মুম্বই : নিজেকেই যেন উপহার দিলেন বলিউডের মস্তানি। ফলে আলাদা করে নজরও কাড়লেন বিউটি ক্যুইন দীপিকা পাডুকোন। তাঁর গিফট প্যাক ড্রেস নিয়ে এখন সোশাল মিডিয়ায় জোরদার চর্চা চলছে। ৭২ তম কান চলচিত্র উৎসবে ফ্যাশন ডিজাইনার পিটার ডান্ডাসের তৈরি ঘিয়ে রঙের গাউন পড়েই রেড কার্পেটে হাঁটলেন দীপিকা। তবে তাঁর নজরকাড়া পোশাক চোখ ধাঁধিয়ে দিল সকলের। ঘিয়ে

কীভাবে নজর কাড়লেন বিউটি ক্যুইন দীপিকা?

মুম্বই : নিজেকেই যেন উপহার দিলেন বলিউডের মস্তানি। ফলে আলাদা করে নজরও কাড়লেন বিউটি ক্যুইন দীপিকা পাডুকোন। তাঁর গিফট প্যাক ড্রেস নিয়ে এখন সোশাল মিডিয়ায় জোরদার চর্চা চলছে। ৭২ তম কান চলচিত্র উৎসবে ফ্যাশন ডিজাইনার পিটার ডান্ডাসের তৈরি ঘিয়ে রঙের গাউন পড়েই রেড কার্পেটে হাঁটলেন দীপিকা।

তবে তাঁর নজরকাড়া পোশাক চোখ ধাঁধিয়ে দিল সকলের। ঘিয়ে রঙের বড় গাউনের ওপর কালো রঙের রিবন বাঁধা, ঠিক অনেকটা উপহার বাঁধার মত একটি ফাঁস দেওয়া। শুধু সেই রিবন কেটে খুলে দেখার অপেক্ষা। পাশাপাশি পনিটেল করা চুলের সঙ্গে গাড় কাজল দেওয়া চোখের দীপিকাকে ঠিক অনেকটা পরীর মত দেখাচ্ছিল। শনিবারও তাঁকে কানের রেড কার্পেটে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =