বাবাকে হারালেন অজয় দেবগন

মুম্বই: প্রয়াত অজয় দেবগনের বাবা তথা স্টান্ট ও অ্যাকশন ডিরেক্টর বিরু দেবগন। আজ সোমবার মুম্বইয়ের বাড়িতে সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮০ বছর। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। অজয় দেবগনের ডেবিউ ফিল্ম ফুল অউর কাঁটে সহ হিম্মতওয়ালা, মি. নটবরলাল, শাহেনশাহ, ত্রিদেব, দোস্তানা, খতরো খিলাড়ি,মিস্টার ইন্ডিয়ার মত অসংখ্য সিনেমার অ্যাকশন পরিচালনার

বাবাকে হারালেন অজয় দেবগন

মুম্বই: প্রয়াত অজয় দেবগনের বাবা তথা স্টান্ট ও অ্যাকশন ডিরেক্টর বিরু দেবগন। আজ সোমবার মুম্বইয়ের বাড়িতে সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮০ বছর। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

অজয় দেবগনের ডেবিউ ফিল্ম ফুল অউর কাঁটে সহ হিম্মতওয়ালা, মি. নটবরলাল, শাহেনশাহ, ত্রিদেব, দোস্তানা, খতরো খিলাড়ি,মিস্টার ইন্ডিয়ার মত অসংখ্য সিনেমার অ্যাকশন পরিচালনার কাজ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 10 =