ভিক্টর বন্দ্যোপাধ্যায় কি প্রয়াত? গুজব না সত্যি?

কলকাতা: প্রয়াত হলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়! রবিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর খবর৷ ফেসবুক, ট্যুইটারের ঘুরতে থাকে এই খবর৷ সিনেমাপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়৷ এমনকি টলিউডের বেশ কয়েকজন সোশ্যাল সাইটে শোকবার্তাও লিখতে শুরু করেন৷ কিন্তু, পরে জানা যায় পুরোটাই গুজব৷ প্রয়াত নয়, দিব্যি সুস্থ আছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ রয়েছেন বহাল তবিয়তেই৷ সম্পূর্ণ

ভিক্টর বন্দ্যোপাধ্যায় কি প্রয়াত? গুজব না সত্যি?

কলকাতা: প্রয়াত হলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়! রবিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর খবর৷  ফেসবুক, ট্যুইটারের ঘুরতে থাকে এই খবর৷ সিনেমাপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়৷ এমনকি টলিউডের বেশ কয়েকজন সোশ্যাল সাইটে শোকবার্তাও লিখতে শুরু করেন৷ কিন্তু, পরে জানা যায় পুরোটাই গুজব৷

প্রয়াত নয়, দিব্যি সুস্থ আছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ রয়েছেন বহাল তবিয়তেই৷ সম্পূর্ণ সুস্থ রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ এমনকী তিনি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলেও জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =