পাঁচ বছরের ক্যারিয়ার থামিয়ে অভিনয় ছাড়লেন জায়রা

মুম্বই : পাঁচ বছরের ক্যারিয়ার থামিয়ে দিয়ে অভিনয়কে চিরবিদায় জানালেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনেত্রী জায়রা ওয়াসিম। তিনি জানিয়েছেন, ক্যারিয়ার আর ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে অভিনয়। ইসলাম ধর্মে এই ধরনের অভিনয় পাপ। আমি এমন একটা পরিবেশের সঙ্গে কাজ করতাম যা বারবার আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।’ মার্চে প্রিয়াঙ্কা

পাঁচ বছরের ক্যারিয়ার থামিয়ে অভিনয় ছাড়লেন জায়রা

মুম্বই : পাঁচ বছরের ক্যারিয়ার থামিয়ে দিয়ে অভিনয়কে চিরবিদায় জানালেন আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনেত্রী জায়রা ওয়াসিম। তিনি জানিয়েছেন, ক্যারিয়ার আর ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে অভিনয়। ইসলাম ধর্মে এই ধরনের অভিনয় পাপ। আমি এমন একটা পরিবেশের সঙ্গে কাজ করতাম যা বারবার আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।’

মার্চে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার ছবি ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ ছবির শুটিং শেষ হয়েছে। সেরা অভিনেত্রী হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ সহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন তিনি। ১৮ বছরের জায়রা ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে এসে রূপালি পর্দার আলো ঝলমলে দুনিয়া ছাড়ার এমন ঘোষণা করায় অবাক গোটা ফ্লিম ইন্ডাস্ট্রি। ১২ ঘণ্টায় জায়রার ভেরিফাইড ইন্সটাগ্রামে তার পোস্টে ৮০ হাজার লাইক এসেছে। দশ হাজার ফ্লয়ার কমেন্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন। টুইটার ও ফেসবুকে প্রতি মুহূর্ত তার ফলোয়ার বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =