এই অভিনেত্রীর প্রেমে মজেছেন সৌদি যুবরাজ, গোপন অভিসারে হাবুডুবু

ওয়াশিংটন: প্রেমে মজেছেন সৌদি প্রিন্স মহাম্মদ বিন সালমান৷ হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৌদি যুবরাজ৷ তাঁদের মন দেওয়া-নেওয়া নাকি অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে৷ সময় পেলেই দু’জনে ব্যক্তিগত বিমানে গোপন অভিসারে চলে যাচ্ছেন বলে খবর৷ সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার প্রেমের আদান-প্রদান৷ জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী লোহানকে প্রায়ই দামী দামী উপহার পাঠাচ্ছেন সৌদি

এই অভিনেত্রীর প্রেমে মজেছেন সৌদি যুবরাজ, গোপন অভিসারে হাবুডুবু

ওয়াশিংটন: প্রেমে মজেছেন সৌদি প্রিন্স মহাম্মদ বিন সালমান৷ হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সৌদি যুবরাজ৷ তাঁদের মন দেওয়া-নেওয়া নাকি অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে৷ সময় পেলেই দু’জনে ব্যক্তিগত বিমানে গোপন অভিসারে চলে যাচ্ছেন বলে খবর৷ সোশ্যাল মিডিয়ায় চলছে দেদার প্রেমের আদান-প্রদান৷

এই অভিনেত্রীর প্রেমে মজেছেন সৌদি যুবরাজ, গোপন অভিসারে হাবুডুবুজানা গিয়েছে, ৩৩ বছর বয়সী লোহানকে প্রায়ই দামী দামী উপহার পাঠাচ্ছেন সৌদি যুবরাজ৷ সেই সঙ্গে প্রেমিকার স্বাদ আহ্লাদ পূরণ করতে একটি ক্রেডিট কার্ড উপহার হিসাবে পাঠিয়েছেন। এই নিয়ে সৌদি আরব ও মার্কিন মুলুকে জোর গুঞ্জন চলছে৷ বছর খানেক আগে তাঁদের প্রথম দেখা হয় ফর্মুলা ওয়ান গ্রেন্ড প্রিক্স রেসের মাঠে৷ সেখানে পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান লোহান ও সৌদি যুবরাজ৷ লোহানের ঘনিষ্ঠ মহল বিষয়টি স্বীকার করে নিয়েছেন৷

২০১৭ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছিল, লোহান নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন৷ তখন কোরনশরীফ হাতে লিন্ডেসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে৷ পরে হলিউড অভিনেত্রী জানান, বন্ধুর দেওয়া গিফট৷  পরবর্তীতে লোহান তার অফিশিয়াল টুইটার ও ইনস্টাগ্রামের বায়োগ্রাফি ইংরেজিতে লিখে ছিলেন ‘আলাইকুম সালাম।’ আর এই লেখা রেশ ধরে নতুন করে আলোচনার ঝড় ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =