কাজ নেই শাহরুখের, তাহলে কি জনপ্রিয়তা হারাচ্ছেন বাদশা?

মুম্বই: মুহূর্তে শাহরুখ খানের হাতে নেই কোনও সিনেমা৷ শুটিংও করছেন না৷ নিজের এমনই মন্তব্য শাহরুখ খানের৷ সাংবাদিকদের শাহরুখ জানিয়েছেন, এই মুহূর্তে নাকি আমার হাতে কোনও ছবিই নেই৷ একটি ছবির কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে গিয়েছে৷ এমনকী ওয়েব সিরিজ অন্যকোনও ছোটখাট কাজও আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি৷ এই মুহূর্তে শাহরুখ খান ব্যস্ত নিজের প্রযোজক

কাজ নেই শাহরুখের, তাহলে কি জনপ্রিয়তা হারাচ্ছেন বাদশা?

মুম্বই: মুহূর্তে শাহরুখ খানের হাতে নেই কোনও সিনেমা৷ শুটিংও করছেন না৷ নিজের এমনই মন্তব্য শাহরুখ খানের৷

সাংবাদিকদের শাহরুখ জানিয়েছেন, এই মুহূর্তে নাকি আমার হাতে কোনও ছবিই নেই৷ একটি ছবির কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে গিয়েছে৷ এমনকী ওয়েব সিরিজ অন্যকোনও ছোটখাট কাজও আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি৷

এই মুহূর্তে শাহরুখ খান ব্যস্ত নিজের প্রযোজক সংস্থার কাজে৷ বেশ কয়েকটি ওয়েব সিরিজ তৈরির কাজ করছেন শাহরুখ৷ অভিনয় জীবনের ৩০ বছরে এই প্রথমবার এমন ঘটনা ঘটেছে বলেও জানান তিনি৷ এতে চিন্তা করার মতো কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তিনি৷ কারণ, এখন থেকে একটু বাছাই করে সিনেমা করবেন বলে জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =