প্রথম দিনেই সুপারহিট মিশন মঙ্গল, উঠল কোটি-কোটি টাকা

মুম্বই : প্রথম দিনেই সুপারহিট মঙ্গল অভিযান৷ বক্স অফিস কাঁপাতে শুরু করেছে অক্ষয়-বিদ্যা-সোনাক্ষীর মঙ্গল অভিযান৷ শুক্রবার ছবি মুক্তির শুভ দিন ধরা হলেও তার এক দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছবির মুক্তি পায়৷ প্রথম দিন অন্তত ৪০ কোটি আয় করে ফেলেছে সিনেমাটি৷ ২০১৬ থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসে সিনেমা রিলিজ করেই চলেছেন অক্ষয়৷ এবার মিশন

প্রথম দিনেই সুপারহিট মিশন মঙ্গল, উঠল কোটি-কোটি টাকা

মুম্বই : প্রথম দিনেই সুপারহিট মঙ্গল অভিযান৷ বক্স অফিস কাঁপাতে শুরু করেছে অক্ষয়-বিদ্যা-সোনাক্ষীর মঙ্গল অভিযান৷

শুক্রবার ছবি মুক্তির শুভ দিন ধরা হলেও তার এক দিন আগে অর্থাৎ  বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছবির মুক্তি পায়৷ প্রথম দিন অন্তত ৪০ কোটি আয় করে ফেলেছে সিনেমাটি৷

২০১৬ থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসে সিনেমা রিলিজ করেই চলেছেন অক্ষয়৷ এবার মিশন মঙ্গল দিয়েই শুরু করলেন বক্স অফিস অভিযান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fourteen =