বাংলা ছবির গানে বড়সড় অফার পেলেন রূপকথার রাণু

কলকাতা ও মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ দু’দিন আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রানুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রানুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ হিমেশ রেশমিয়ার সঙ্গে গানের সাফল্যের পর রানুর পরবর্তী গন্তব্য বিগ বস৷ রানাঘাট প্ল্যাটফর্ম

বাংলা ছবির গানে বড়সড় অফার পেলেন রূপকথার রাণু

কলকাতা ও মুম্বই: এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রাণু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ দু’দিন আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাট প্ল্যাটফর্ম৷ এবার সেই রানুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রানুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷

হিমেশ রেশমিয়ার সঙ্গে গানের সাফল্যের পর রানুর পরবর্তী গন্তব্য বিগ বস৷ রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন রাণু মারিয়া মণ্ডল৷ এবার বাংলা ছবিতে প্লে-ব্যাক করার অফার পেলেন রাণু৷
জানা গিয়েছে, এবার টিভির পর্দায় একাধিক নামকরা রিয়েলিটি শোয়ের মঞ্চে কিছুদিনের জন্য তাঁকে দেখা যাবে৷ টলিউডের তিনি একটি সিনেমায় গান গাওয়ার অফার পেয়েছেন৷ কিছুদিনের মধ্যেই শুরু হবে রাণুর টলি-পাড়ার অভিযান৷ বাংলা গানের অ্যালবাম প্রকাশের তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷ গানের ব্যাকরণ না জানলেও রাণুর সুরে মগ্ন হয়েছে গোটা দেশ৷ লতা মঙ্গেশকরের কন্ঠে গান গেয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে তুমুল প্রভাব ফেলেছেন চালচুলোহীন রাণু৷

দিন কয়ের আগেই বলিপাড়ায় একাধিক মিউজিক স্টুডিওয় তাঁকে দেখা গিয়েছে৷ কখনও বিভিন্ন রিয়েলিটি শো, কখনও আবার হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিংয়ে ব্যবস্তা৷ সেই গান ইতিমধ্যেই ভাইরাল৷ এবার আরও একটি নামি রিয়েলিটি শোয়ে গান শোনা আমন্ত্রণ পেলেন রাণুদেবী৷ এবার তাঁকে দেখা যাবে সালমান খানের বিগ বসে৷
জানা গিয়েছে, তাঁকে ভাইজান ডাকে পাঠিয়েছেন৷

ইতিমধ্যেই তিনি বিগ বসে পৌঁছে গিয়েছেন৷ গেস্ট হিসেবে কয়েকটা দিন থাকবেন তিনি৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর গান ‘তেরি মেরি’ কিছুটা অংশ শোনা গিয়েছে৷ দু’কলি রানুর গান ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছে রাণু-হিমেশের ‘তেরি মেরি’ গান৷ শোনা যাচ্ছে, এবার পুজোয় বাজার কাঁপাতে আসছে রানুর পুজোর গান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =