নিজের শরীর দিয়ে মারণ রোগের চিকিৎসায় আগ্রহী করোনামুক্ত কনিকা

নিজের শরীর দিয়ে মারণ রোগের চিকিৎসায় আগ্রহী করোনামুক্ত কনিকা

মুম্বই: দীর্ঘ চিকিৎসার পর করোনামুক্ত হয়েছেন বলিউড সঙ্গীতশিল্পী কণিকা কাপুর৷ করোনা মুক্ত হয়েই প্লাজমা দানের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন কণিকা৷ তবে, শিল্পী নিজে মুখে একথা ঘোষণা করলেও পিছু ছাড়ছে না বিতর্ক৷

করোনা মুক্ত হয়ে উঠেলেও সোমবার গাফিলতির মামলায় কনিকা কাপুরের নামে নোটিস ধরিয়েছে লখনউ পুলিশ৷ আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাঁকে সরোজিনীনগর থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেখানে করা হবে বয়ান রেকর্ড৷ বিষয়টি এখন থানা-পুলিশ হলেও করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য নিজের রক্তদানের আগ্রহ প্রকাশ করেছেন কনিকা৷

জানা গিয়েছে, আজ মঙ্গলবার লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক কনিকার রক্ত পরীক্ষা করবেন৷ তাঁর প্লাজমা করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য ব্যবহার করা যাবে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে৷ করোনামুক্তদের শরীরে প্লাজমায় অ্যাটিবডি তৈরি হয়৷ সেই প্লাজমা অন্যরোগীর দেহে প্রয়োগ করে সাফল্য মিলেছে৷ এই চিকিৎসা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷

হাসপাতালের ব্লাড ট্রান্সফিউজন বিভাগের প্রধান সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্লাজমা দানের ইচ্ছা প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কণিকা৷ তারপরেই পরীক্ষা জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ এর আগেও ৩ জন করোনামুক্তের প্লাজমা সংগ্রহ করে চিকিৎসার কাজে ব্যবহার করা হয়েছে৷ এবার সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কণিকা৷ তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে নেওয়া প্লাজমা হবে৷ আর তিনি হবে চতুর্থতম প্লাজমাদাতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =