সন্দেশখালিতে ঢুকতে বাধা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে, রাস্তা বসে পড়লেন অগ্নিমিত্রারা

সন্দেশখালিতে ঢুকতে বাধা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে, রাস্তা বসে পড়লেন অগ্নিমিত্রারা

9316bccd37ad82f030c2665025c54fa3

কলকাতা: সন্দেশখালি যাওয়ার আগে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকাল পুলিশ৷ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও সন্দেশখালি ঢোকার মুখে বাধা দিল পুলিশ। নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে ও গ্রামগুলি পরিদর্শনে শুক্রবার সকালে বিজেপি’র সদস্যরা সন্দেশখালির উদ্দেশে রওনা দেন৷ কিন্তু, রাস্তার মাঝেই বিজেপি নেত্রীদের সঙ্গে শুরু হয় তুমুল বচসা৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল। তাঁদের কোনও ভাবেই সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপির বক্তব্য, তাদের পাঁচ জন প্রতিনিধিকে সন্দেশখালি পর্যন্ত যেতে দিতে হবে। এতে কোনও ভাবেই ১৪৪ ধারা লঙ্ঘন হবে না। কিন্তু এর পরেও পুলিশ তাঁদের দাবি মানতে নারাজ৷ এর পরেই বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা রামপুরের রাস্তায় অবস্থানে বসে পড়েন। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রারা।

বিজেপি’র প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, বিধায়ক অগ্নিমিত্রা এবং সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো-সহ অন্যান্যরা৷ রয়েছেন তাঁদের সঙ্গে। অগ্নিমিত্রা বলেন, “শেখ শাহজাহানদের মতো দুর্বৃত্তদের দখলে সন্দেশখালি। মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে৷ পুলিশ সব জেনেও চুপ। আমরা নির্যাতিতা মায়েদের কথা শুনতে ঘটনাস্থলে যেতে চাইছি৷ কিন্তু, আমাদের বাধা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *