বৃহস্পতিতেও সন্দেশখালি ঢুকতে বাধা পুলিশের, ফের হাই কোর্টে গেলেন শুভেন্দু

বৃহস্পতিতেও সন্দেশখালি ঢুকতে বাধা পুলিশের, ফের হাই কোর্টে গেলেন শুভেন্দু

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

suvendu adhikari

কলকাতা: ১৪৪ ধারাকে সামনে রেখে করে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে নালিশ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজের নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু এর পরেও পরিস্থিতির বদল ঘটেনি৷ এখনও সন্দেশখালি যেতে পারেননি বিরোধী দলনেতা! এলাকায় একইভাবে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে৷ সেই অজুহাতেই তাঁকে আটকানো হচ্ছে বলে অভিযোগ তুলে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =