Central Forces
কলকাতা: সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক৷ এই আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হার্ই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন তিনি৷ তাঁর আর্জি, সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। তাঁর আবেদনে সাড়া দিয়ে মামলা দায়ের করার অনুমতি দেয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে৷
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে সন্দেশখালিতে। এর পর থেকেই পলাতক শাহজাহান শেখ ও তাঁর শাগরেদরা৷ এর পর থেকেই শাহজাহানদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা৷ লাঠি হাতে পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন তাঁঁরা৷ গত কয়েক দিন ধরেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও বিরোধী নেতা-নেত্রীকে৷ অশান্তি রুখতেই সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে৷