বালুর টাকা পৌঁছে দিতেন ডাকুর কাছে! কী বললেন রেশন মামলায় ইডি-র হাতে ধৃত ব্যবসায়ী

বালুর টাকা পৌঁছে দিতেন ডাকুর কাছে! কী বললেন রেশন মামলায় ইডি-র হাতে ধৃত ব্যবসায়ী

injustice

কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু-র টাকা শঙ্কর আঢ্যকে পৌঁছে দিতেন তিনি৷ এমনকি শঙ্করের মাধ্যমে বালু যে ২০০০ কোটি টাকা দুবাই-এ পাঠিয়েছিলেন, সেই কাজেও প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করতেন বিশ্বজিৎ দাস৷ পরে সেই টাকার একটা অংশ দুবাইয়ে গিয়ে নিয়েছিলেন এই ব্যবসায়ী৷ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বিশ্বজিত বলেন, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁর বক্তব্য, তিনি কোনও রাজনৈতিক নেতা নন, এক জন সাধারণ ব্যবসায়ী। বিশ্বজিৎ আরও বলেন, ‘‘আমি শঙ্কর আঢ্যকে চিনতাম, তবে ওঁর সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না।’’ যদিও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের প্রাক্তন ম্যানেজার হিসাবে উঠে এসেছে বিশ্বজিতের নাম। বছর চারেক তিনি শঙ্করের সঙ্গে কাজ করেছেন বলেও জানা গিয়েছে৷ মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার সল্টলেক থেকে রেশন ‘দুর্নীতি’ মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন বিশ্বজিৎ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =