mithun chakraborty
কলকাতা: রাজনীতির মঞ্চে তাঁরা প্রতিপক্ষ৷ তবে রাজনীতির বাইরে তাঁদের সম্পর্ক খুবই মধুর৷ স্নেহের সম্পর্ক রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের মধ্যে। এবার দেবের সমর্থনে মুখ খুললেন বলিউড তারকা৷
তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে দিল্লিতে তলব করেছে ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে।এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছে তৃণমূল। শুক্রবার এই বিষয়ে সাংবাদিক বৈঠকে নিজের মতামত জানালেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘ব্যক্তিগতভাবে বলতে পারি দেব ওরকম ছেলেই নয়। ও খুব ভালো মানুষ। বাকিটা দেবই বলবে। এর থেকে বেশি কিছু বলার নেই।” প্রসঙ্গত, প্রজাপতি সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন ও দেব৷ তাঁদের ব্যক্তিগত সম্পর্কও খানিকটা তেমনই৷