প্রভাসের ‘আদিপুরুষ’-এ সীতার চরিত্রে কৃতি স্যানন

মুম্বই: এবার সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন কৃতী স্যানন। শোনা যাচ্ছে প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সেখানেই সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী। বলিউডে গুঞ্জন তেমনই। কৃতী ও প্রভাসকে একসঙ্গে যে ছবিতে দেখা যাবে তার নাম ‘আদিপুরুষ’। শোনা যাচ্ছে প্রভাস ও কৃতীর সঙ্গে নাকি ইতিমধ্যেই প্রযোজক ও পরিচালকের কথাবার্তা হয়ে গিয়েছে। এখন শুধু ঘোষণা বাকি।
 

মুম্বই: এবার সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন কৃতী স্যানন। শোনা যাচ্ছে প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সেখানেই সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী। বলিউডে গুঞ্জন তেমনই। কৃতী ও প্রভাসকে একসঙ্গে যে ছবিতে দেখা যাবে তার নাম ‘আদিপুরুষ’। শোনা যাচ্ছে প্রভাস ও কৃতীর সঙ্গে নাকি ইতিমধ্যেই প্রযোজক ও পরিচালকের কথাবার্তা হয়ে গিয়েছে। এখন শুধু ঘোষণা বাকি।
‘আদিপুরুষ’-এর কথা ঘোষণা আগস্ট মাসেই করেছিলেন প্রভাস। ছবিতে যে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন, তাও জানিয়েছিলেন। এখন জানা গেল প্রভাসের বিপরীতে কৃতি স্যাননকে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালনা করছেন ওম রাউত। ‘আদিপুরুষ’ হিন্দি এবং তেলুগু উভয় ভাষায় নির্মিত হবে বলে শোনা যাচ্ছে।
ছবিতে সইফ ও প্রভাসের যে রাবণ ও রামের চরিত্রে অভিনয় করবেন তা আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সীতার ভূমিকায় কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। তাই নায়িকার নাম নিয়ে বেশ অনেকদিন ধরেই চর্চা চলছিল। কয়েকটি নামও বিবেচনা করা হয়েছিল। অনুষ্কা শর্মা, কীর্তি সুরেশ এবং অনুষ্কা শেঠির মতো নায়িকা প্রভাসের বিপরীতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছিল। পরে কৃতিকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনিই প্রভাসের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করবেন।
‘আদিপুরুষ’ এমন একটি গল্প যা “মন্দের উপরে ভালোর জয়” নিয়ে তৈরি হয়েছে। ওম এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “এটি প্রভু রামের গল্প। এটি মহাকাব্যিক কাহিনির একটি দিক। এটি মহাকাব্যের ভিত্তিতে আমার স্ক্রিন উপস্থাপনা।” কৃতী স্যানন অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ ছবিতে অভিনয় করেন। ‘আদিপুরুষ’-এর শুটিং হিন্দি ও তেলেগুতে হবে এবং এই দুটি ভাষা ছাড়া তামিল, মালায়ালাম, কন্নড় ভাষায় ছবিটি মুক্তি পাবে। ২০২২ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাবে।
ছবিতে উন্নত মানের VFX প্রযুক্তি ব্যবহার করা হবে বলে খবর। ‘আদিপুরুষ’ সহ পরের বছরে অভিনেত্রীর ঝুলিতে একাধিক ছবি রয়েছে। সারোগেসি নিয়ে একটি ছবিতে তাঁকে দেখা যাবে। ছবির নাম ‘মিমি’। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিতে নাকি আরশাদ ওয়ারসিও রয়েছেন। এছাড়াও দীনেশ বিজয়নের একটি ছবিতেও কৃতী প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =