‘টুম্পা’ গানে উদ্দাম নাচলেন শ্রীলেখা, দেখুন ভিডিও

কলকাতা: শ্রীলেখা মিত্র মানেই স্পষ্টোক্তি, বিতর্ক, সমালোচনা। মাস খানেক আগেই প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৃজিত, স্বস্তিকা, পরমব্রতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা মিত্র। এবার ফের খবরে শ্রীলেখা। 'টুম্পা সোনা' গান নাচলেন তিনি।

 

কলকাতা: শ্রীলেখা মিত্র মানেই স্পষ্টোক্তি, বিতর্ক, সমালোচনা। মাস খানেক আগেই প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৃজিত, স্বস্তিকা, পরমব্রতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা মিত্র। এবার ফের খবরে শ্রীলেখা। ‘টুম্পা সোনা’ গান নাচলেন তিনি।

অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই গানের তালে নেচে উঠছেন। অনেক ভিডিওয় নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। এক খুদের চুল কাটার ভিডিও-ও ভাইরাল হয়েছিল। সেখানে চুল কাটতে গিয়ে এক খুদে ‘টুম্পা সোনা’ গানে নেচে উঠেছে। শুধু কি তাই? সেলেব্রিটিরাও এই গানে বহুবার নেচেছেন। অনির্বাণের বিয়েতে সৃজিত ও রুদ্রনীল চুটিয়ে নেচেছিলেন। অনির্বাণ নিজেও তাল মিলিয়েছিলেন। এবার সেই গানেই নাচলেন শ্রীলেখা মিত্র।

শ্রীলেখার মেয়ের প্রি-বার্থডে সেলিব্রেশনের এমন কাণ্ড করেছেন অভিনেত্রী। তার ভিডিও-ও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওয় দেখা গিয়েছে সেলিব্রেশন পার্টিতে উত্তাল নাচছেন শ্রীলেখা। সঙ্গে তাঁর বন্ধুরা।

‘টুম্পা’ গানটি ‘রেস্ট ইন প্রেম’ ওয়েব সিরিজের অন্তর্গত। সিরিজে অভিনয় করেছেন দীপাংশু আচার্য, আর জে সায়নের মতো অনেকে। গানটিতে টুম্পার ভূমিকায় অভিনয় করেছেন সুমনা দাস। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =