বড়পর্দায় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

মুম্বই: বায়োপিক বলিউডে বহুদিন ধরেই হচ্ছে। ফিল্মস্টার থেকে খেলোয়াড়, অনেকের বায়োপিকই সিলভার স্ক্রিনে স্থান পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল হকির জাদুকর ধ্যানচাঁদের জীবন কাহিনি। ছবিটি পরিচালনা করতে চলেছেন ‘উড়তা পাঞ্জাব’ ছবির পরিচালক অভিষেক চৌবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবির কথা ঘোষণা করেছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা।

মুম্বই: বায়োপিক বলিউডে বহুদিন ধরেই হচ্ছে। ফিল্মস্টার থেকে খেলোয়াড়, অনেকের বায়োপিকই সিলভার স্ক্রিনে স্থান পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল হকির জাদুকর ধ্যানচাঁদের জীবন কাহিনি। ছবিটি পরিচালনা করতে চলেছেন ‘উড়তা পাঞ্জাব’ ছবির পরিচালক অভিষেক চৌবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবির কথা ঘোষণা করেছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা।

জানা গিয়েছে ধ্যানচাঁদের বায়োপিকের কাজ শুরু হয়েছে প্রায় এক বছর আগে। তখন থেকেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন অভিষেক। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখছেন সুপ্রতীক সেন। করোনার কারণে মাঝখানে কাজ থেকে গিয়েছিল প্রায়। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের কাজ শুরু হয়েছে। নতুন বছরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। তবে আগে শোনা গিয়েছিল ধ্যানচাঁদের চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ খান বা রণবীর কাপুর। স্কুলে পড়ার সময় ভাল হকি ও ফুটবল খেলতেন শাহরুখ। প্রচুর পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর মনে হচ্ছিল তিনিই প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন। এমনও শোনা গিয়েছিল যে রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করবেন। যদিও এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।
.

১৯০৫ সালে এক রাজপুত পরিবারে জন্ম গ্রহণ করেন ধ্যানচাঁদ। ব্রিটিশ সেনায় ছিলেন তাঁর বাবা। সেখানে তিনি হকি খেলতেন। তাই বাড়িতেও হকি খেলার প্রচলন ছিল। শোনা যায়, প্র্যাকটিসের সময় বেশিরভাগই তিনি চাঁদের আলোয় খেলতেন। তাই চাঁদ উপাধি পেয়েছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে তিনি ব্রিটিশ সেনাবাহিনিতে সেপোয় হিসেবে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে হকি টিমে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই শুরু। তারপর হকির জগতে নিজের জায়গা পাকা করে নেন তিনি। ১ হাজার পাঁকশোরও বেশি গোল করেছেন তিনি তাঁর কেরিয়ারে। অলিম্পিকে তিনটে সোনার পদক পান। তাঁর সমস্ত জীবনের ঘটনা এবার উঠে আসবে সেলুলয়েডে। ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =