অস্ত্রোপচার করে ভেরিকোজ ভেন বাদ দিলেন তাপসী, ৬ সপ্তাহ পরই শুরু শরীরচর্চা

মুম্বই: তাপসী পান্নু অভিনয়ের গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামারাস হিরোইনের খোলস ছেড়ে বেরিয়ে যে কোনও চরিত্রে নিজেকে মাননসই করে তুলেছেন। 'বেবি' কিংবা 'নাম শাবানা'য় তাপসীকে পুরোদস্তুর অ্যাকশন করতে হয়েছিল। এবার 'রেশমি রকেট' ছবির জন্য নিজেকে তৈরি করছেন তিনি। এর জন্য প্রতিদিন চলছে জোর অনুশীলন। অনেকটা সময় ধরেই জিমে পরিশ্রম করছেন তিনি। নায়িকার ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মিলছে তা ঝলক। জিমের পাশাপাশি কঠিন ডায়েটও চলছে তাঁর। নিজেকে পেশিবহুল করে তুলতে চেষ্টার কসুর করছে না তাপসী। 

 

মুম্বই: তাপসী পান্নু অভিনয়ের গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামারাস হিরোইনের খোলস ছেড়ে বেরিয়ে যে কোনও চরিত্রে নিজেকে মাননসই করে তুলেছেন। ‘বেবি’ কিংবা ‘নাম শাবানা’য় তাপসীকে পুরোদস্তুর অ্যাকশন করতে হয়েছিল। এবার ‘রেশমি রকেট’ ছবির জন্য নিজেকে তৈরি করছেন তিনি। এর জন্য প্রতিদিন চলছে জোর অনুশীলন। অনেকটা সময় ধরেই জিমে পরিশ্রম করছেন তিনি। নায়িকার ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মিলছে তা ঝলক। জিমের পাশাপাশি কঠিন ডায়েটও চলছে তাঁর। নিজেকে পেশিবহুল করে তুলতে চেষ্টার কসুর করছে না তাপসী। 

এই ছবির জন্য প্রচুর পরিশ্রম করছেন তিনি। এই পরিস্থিতির মধ্যে তিনি শরীর থেকে বাদ দিলেন ভেরিকোজ ভেন বা শিরা। ট্রেনিং শুরু করবার মাত্র ৬ সপ্তাহ আগেই এই অপারেশন করিয়েছে তাপসী। কিছুদিন আগে বয়ফ্রেন্ড ও বোনের সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন তিনি। সেখানেও ডায়েটিশিয়ানের খাবারের চার্ট অনুসরণ করতে হয় তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রামে এনিয়ে একটি পোস্টও করেন তাপসী। তিনি লেখেন যে শিরা সরিয়ে ফেলবার জন্য তাঁর শরীরে দাগ হয়েছে। সেটি তাঁকে কুনজর থেকে বাঁচাবে। তিনি লেখেন, ‘যখন আমি এই ছবিটা দেখি আমার মনে পড়ে কীভাবে আমি ট্রেনিং শুরু করবার মাত্র ৬ সপ্তাহ আগে আমার ভেরিকোজ শিরার অস্ত্রোপচার করেছি ও সরিয়ে ফেলেছি। এবার এই দাগগুলো আমাকে কুনজর থেকে বাঁচাবে।’ 

ভেরিকোজ ভেন অসুখের সঙ্গে অনেকেই পরিচিত। পৃথিবীর বহু মানুষ পায়ের এই সমস্যায় ভুগছেন। ভারতও তার ব্যতিক্রম নয়। এই রোগের ক্ষেত্রে পায়ের শিরা নীল বা সবজেটে হয়ে যায়। বাইরে থেকে তা স্পষ্ট দেখা যায়। যদিও এক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা থাকে না। কিন্তু এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বাড়তে থাকে। তাই এই সমস্যা থেকে মুক্তির উপায় বেছে নিলেন তাপসী। ‘রেমশি রকট’ ছবির পর তাপসীর হাতে রয়েছে আরও দুটি ছবি। ‘হাসিনা দিলরুবা’ ও মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =