কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন, সোহেল ও আরবাজ খানের বিরুদ্ধে FIR

কলকাতা: কোয়ারেন্টাইনের নিয়মভঙ্গ করার অভিযোগ উঠল অভিনেতা আরবাজ খান, সোহেল খান এবং তাঁর ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে তাঁদের বিরুদ্ধে সোমবার খার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

কলকাতা: কোয়ারেন্টাইনের নিয়মভঙ্গ করার অভিযোগ উঠল অভিনেতা আরবাজ খান, সোহেল খান এবং তাঁর ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে তাঁদের বিরুদ্ধে সোমবার খার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএমসির তরফে জানানো হয়েছে, গত ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী থেকে তিনজন দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী, তাঁদের সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হত। বিমানবন্দর ছাড়ার সময় এই তিনজন জানিয়েছিলেন যে তাঁরা বান্দ্রার হোটেলে সাতদিন কোয়ারেন্টাইনে থাকবেন। কিন্তু তাঁরা কোয়ারেন্টাইনে থাকেননি বলে অভিযোগ। ২৬ ডিসেম্বরই হোটেল বুকিং বাতিল করে দেন তাঁরা। এবং প্রত্যেকেই বাড়ি ফিরে যান। এই খবর সামনে আসার পরই তাঁদের বিরুদ্ধে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এফআইআর দায়ের করে। এই তিন সেলিব্রিটির বিরুদ্ধে মহামারী আইন ভাঙার মামলা দায়ের হয়েছে। 

এ প্রসঙ্গে সোহেল খান জানিয়েছেন, তিনি ও আরবাজ খান ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। কিন্তু হোটেল ছাড়েন ৩০ ডিসেম্বর। এছাড়া বিমানবন্দরে তাঁদের করোনা পরীক্ষাও হয় ও রিপোর্ট নেগেটিভ আসে। তাই বেশিদিন কোয়ারেন্টাইনে না থেকে বাড়ি ফিরে যান তাঁরা। কিন্তু BMC-র তরফে জানানো হয়, আইন প্রত্যেকের জন্য সমান। তাই ১৪ দিন তাঁদের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সাতদিন পর করোনা পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে তবেই তাঁরা বাড়ি যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =