রুক্মিণীর মুখে বিয়ের কথা! কী প্ল্যান করছেন ভ্যালেন্টাইন্স ডে-তে?

রুক্মিণীর মুখে বিয়ের কথা! কী প্ল্যান করছেন ভ্যালেন্টাইন্স ডে-তে?

কলকাতা:  গত কয়েক দিন ধরে বেশ ব্যস্ততায় কেটেছে তাঁর৷ তবে সিনেমার কাজে নয়, প্রিয় বান্ধবী সোহিনীর বিয়ে নিয়ে৷ সেই নার্সারি থেকে বন্ধুত্ব তাঁদের৷ সোহিনীর সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক৷ আবার দাদার বন্ধুরও বিয়ে হল ফেব্রুয়ারিতেই৷ ফলে প্রেমের মাস পড়তেই বিয়ের রোশনাইে গা ভাসিয়েছিলেন টলি তারকা রুক্মিণী মৈত্র৷ 

আরও পড়ুন-  শ্যুটিংয়ের ফাঁকে নায়িকাকে নিয়ে ‘উধাও’ নায়ক! টলিপাড়ায় তোলপাড়

বধূ বেশে সোহিনীর সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ লিখেছেন, ‘‘আমাদের একটা গার্ল গ্যাং ছিল৷ যেই গ্যাংয়ের শয়তান ছিলাম আমরা দু’জন৷ ওর নতুন সফরে আমি খুবই আনন্দিত৷’’ বিয়ের এই মরশুমে সদ্য বলিউডে পা রাখা অভিনেত্রীর মুখে এবার তাই শোনা গেল বিয়ের প্রসঙ্গ৷  

কবে বিয়ে করছেন রুক্মিণী? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিয়ে নামক প্রতিষ্ঠানে তিনি বিশ্বাসী৷ সঠিক সময় হলেই সাত পাকে বাঁধা পড়বেন৷ আপাতত তাঁর ফোকাস শুধু কাজে৷ তবে বিবাহিত সম্পর্ক ছাড়াও এর বাইরে যে কমিটমেন্টগুলি তাঁর রয়েছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ৷ এদিকে সামনেই ভ্যালেন্টাইন্স ডে৷ প্রেমের এই দিবসে তাঁর পরিকল্পনা কি? সে সম্পর্কেও খোলসা করলেন অভিনেত্রী৷ রুক্মিণী মনে করেন, ভালোবাসার কোনও নির্দিষ্ট দিন হয় না৷ তাই ওই দিন কোনও পরিকল্পনাও নেই তাঁর৷ আর পাঁচটা দিনের মতো কাজ নিয়েই ব্যস্ত থাকবেন৷ জানালেন, নিউ ইয়ার এবং জন্মদিন ছাড়া কোনও দিনই ছুটি নেন না তিনি৷ 

আরও পড়ুন- নতুন রূপে আব্রাম! মুহূর্তে ভাইরাল গৌরীর পোস্ট, প্রতিক্রিয়া জানালেন খোদ বাদশা

দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল তাঁর৷ আপাতত ‘সনক’ ছবির হাত ধরে ডেবিউ করছেন বলিউডে৷ তবে তাঁর কেরিয়ারে সনক ও সুইৎজারল্যান্ড ছবি ছাড়া সবকটি ছবিই করেছেন দেবের সঙ্গে৷ রিল লাইফের পাশাপাশি তাঁদের রিয়্যাল লাইফ কেমিস্ট্রিও কারও অজানা নয়৷ তাঁদের সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় অগণিত ভক্ত৷ তবে আপাতত নিজেদের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এই দুই লাভ বার্ডস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =