প্রসবের দু’দিন আগেও শুটিংয়ে ব্যস্ত করিনা কাপুর

প্রসবের দু’দিন আগেও শুটিংয়ে ব্যস্ত করিনা কাপুর

মুম্বই: ‘সংসার সুখী হয় রমণীর গুনে’- এই প্রবচনের সত্যতা প্রমান করতে দেখা গেল এবার বলিউডের ‘বেবো’ অর্থাৎ করিনা কাপুরকে। কর্ম, সংসার ধর্ম এবং মাতৃত্ব: এই তিন গুরুদায়িত্ব একসঙ্গে সামলে চলেছেন সাইফ পত্নী। যেকোনো মুহূর্তে উঠতে পারে প্রসব যন্ত্রনা, অথচ কখনো বাড়ির রান্নাঘরে, তো কখনো সিনেমার সেটে কাজ করেই চলেছেন অভিনেত্রী করিনা কাপুর।

উল্লেখ্য, ডাক্তারদের পরামর্শমতো আজ সন্তান প্রসব করতে পারেন করিনা কাপুর খান। তবে তার মাঝেই একের পর এক ছবির শ্যুটিং সারছেন এই অভিনেত্রী, এমনটাই তার কাজ ফিরতি পথে দেখা গেল বান্দ্রায়। শনিবার ৯ মাসের অন্তঃস্বত্ত্বা করিনাকে দেখা গেল সাদা শার্ট ও ক্রিম রংয়ের ট্রাউজারে। এদিন তিনি গোলাপি চটি পায়ে সচেতন মা হয়ে নিজের পেটের নীচে হাত দিয়ে সন্তানকে ঝাঁকুনির হাত থেকে বাঁচিয়ে ফিরছেন সিনেমার কাজ সেরে, এমনটাই দেখা গেল লেন্সবন্দি একটি চিত্রে।

নতুন অতিথি আসার ব্যাপারে করিনার বাবা রণধীর কাপুর সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার দাদু হওয়ার খুশি ও উছ্বাস জাহির করেছেন এবং জানিয়েছেন যে নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য সবরকমের ব্যবস্থা করছে পতৌদি ও কাপুর পরিবার। তিনি এও জানিয়েছেন যে, নতুন অতিথির সমস্ত জিনিসপত্র কেনার কাজ শেষ হয়েছে। তবে সবকিছুর মাঝেই কাপুর পরিবারে শোকের একটা মেঘ ঘুরে বেড়াচ্ছে, কারণ সম্প্রতি মৃত্যু ঘটেছে করিনার কাকু রাজীব কাপুরের।

উল্লেখ্য, একবছর আগে নিজের দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন করিনা কাপুর। এই তারকা দম্পতির প্রথম সন্তান তৈমুর যেভাবে এখনো সোশ্যাল মিডিয়ার চোখের মণি হয়ে রয়েছেন, সেভাবে তৈমুরের আগত ভাই বা বোন যে সমপরিমাণ ভালোবাসা লাভ করবে তাতে সন্দেহের অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 17 =