আপত্তিজনক ভাষায় ট্রোল! স্ক্রিনশট ফাঁস করে ট্রোলারকে ফাঁপড়ে ফেললেন কবিতা কৌশিক

আপত্তিজনক ভাষায় ট্রোল! স্ক্রিনশট ফাঁস করে ট্রোলারকে ফাঁপড়ে ফেললেন কবিতা কৌশিক

মুম্বই: টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা ‘বিগ বস ১৪’ খ্যাত কবিতা কৌশিক অতিপরিচিত মুখ৷ দুরন্ত স্টাইলের জন্যেও তিনি বেশ চর্চিচ৷ সোশ্যাল মিডিয়াতেই তিনি বেশ সক্রিয়৷ সেই কবিতা কৌশিককেই আপত্তিকর মেসেজ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেই চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী নিজে৷ 

আরও পড়ুন-  অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আয়কর বিভাগের হানা

ট্রোলারকে সমুচিত জবাব দিতে তাঁকে পাঠানো আপত্তিকর মেসেজের স্ক্রিনশট তুলে টুইটারে পোস্ট করে দেন কবিতা৷ ওই আশালীন মেসেজের স্ক্রিনশট পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সাইবার সেলকেও ট্যাগ করেন৷ ওই স্ক্রিনশট জুড়ে ছিল গালিগালাজ৷ যদিও তাঁর এই পদক্ষেপের পরই নড়েচড়ে বসে ট্রোলার৷ তড়িঘড়ি কবিতার কাছে ক্ষমা চেয়ে নেয় সে৷ 

ওই ট্রোলার লেখে, ‘‘ম্যাম আমাকে ক্ষমা করে দিন৷ আমি ভুল করে ফেলেছি৷ আমি একজন মেয়ে৷’’ আরও একটি টুইটে সে লেখে, ‘‘আমার বাবা মা খুব গরিব৷ দয়া করে মাফ করে দিন৷’’ এর কিছুক্ষণ আগেই পুলিশকে ট্যাগ করে কবিতা টুইট করে বলেছিলেন, আপনাকে জানিয়ে রাখছি এই ছেলেটির কথা৷ যে কিনা আমাকে এবং আরও অনেক সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি এবং আপত্তিজনক ভাষায় কথা বলেছে৷ দয়া করে তার বাবা-মাকে খবর দিন৷ নাহলে আমি এফআইআর করব৷’’ 

আরও পড়ুন- দুয়ারে নির্বাচন, সমুদ্র সৈকতে শ্যুটিংয়ে ব্যস্ত মিমি

 
তিনি আরও লেখেন, ‘‘আজ আমি ছেড়ে দিলে কাল কোনও ছোট বাচ্চাকে গালিগালাজ করবে, পরশু বড় হয়ে আশেপাশের মেয়েদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে! আজ ভয় না পেলে কাল আরও বড় অসভ্যতা করবে৷’’  প্রসঙ্গত, এটাই প্রথম নয়৷ এর আগেও পাবলিক প্ল্যাটফর্মে বারবার ট্রোলের শিকার হতে হয়েছে সেলিব্রিটিদের৷ দিপীকা পাদুকেন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু, এসা গুপ্তা, মল্লিকা শেরাওয়াত-বিভিন্ন সময় ট্রোল হয়েছেন এই বলি তারকারা৷ সেই তালিকাতে রয়েছে এফআইআর খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিকও৷ তবে এবার উচিত শিক্ষা দিলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =