রিয়েল লাইফে ‘স্টাইল ডিভা’ বিগ বস -১৩ এর রেশমি, তাঁর শরীরি নেশায় বুঁদ নেটিজেনরা

রিয়েল লাইফে ‘স্টাইল ডিভা’ বিগ বস -১৩ এর রেশমি, তাঁর শরীরি নেশায় বুঁদ নেটিজেনরা

মুম্বই: ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ রেশমি দেশাই৷ ‘উতরান’ ধারাবাহিকের হাত ধরে খ্যাতির শিখরে পৌঁছনো রেশমির রিয়েল লাইফ কিন্তু একেবারে ভিন্ন৷ নেট দুনিয়ায় রীতিমতো আগুন ঝরায় তাঁর হট লুক ছবি৷ ভরা যৌবন আর তাঁর স্টাইল স্টেটমেন্টে ফিদা নেট নাগরিকরা৷ একের পর এক বোল্ড ফটোশুটে ঝড় তোলেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- জাহ্নবীর শরীর ছুঁয়ে এ কার চুম্বন? ছবিতে পোস্ট হতেই ভাইরাল

রূপ লাবন্যে বলি তারকাদের বরাবরই টক্কর দিয়েছেন রেশমি দেশাই৷ বিগ বস ১৩-র এই প্রতিযোগী একজন ফ্যাশনিস্তা৷ যার স্টাইল স্টেটমেন্ট চোখ ধাঁধিয়ে দেয়৷ রেশমি তাঁর পোশাক নিয়েও বেশ পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন৷ নতুন লুকে ধরা দিতে কখনই কুন্ঠা বোধ করেন না৷ গ্ল্যামারাস এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে ৪০ লক্ষ ফলোয়ার্স আছে৷ নিজের লাভ লাইফ থেকে কার্মজীবন, ভক্তদের সঙ্গে সব কথা খোলামেলা ভাবে শেয়ার করেন তিনি৷ বিভিন্ন সময় শিরোনাম কেড়ে নিয়েছেন রেশমি৷ সোশ্যাল মিডিয়ার লাইমলাইট ধরে রাখতে সিদ্ধহস্ত তিনি৷  

খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন রেশমি দেশাই৷ অভিনয় শুরু করেছিলেন ‘রাবন’ দিয়ে৷ এর পর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন৷ করেছেন ‘মিত দিলা দে রব্বা’, ‘শু… ফির কোহি হ্যায়’, ‘কমেডি কা মহা মুকাবিলা’, ‘ঝলক দিখলা যা’, ‘নাচ বলিয়ে ৭’, ‘ফিয়ার অ্যাকশন, খাতরো কি খিলাড়ি ৬’ এবং ‘বিগ বসে’র মতো রিয়্যালিটি শো৷  হিন্দির পাশাপাশি, ভোজপুরি, গুজরাতি ভাষাতেও অভিনয় করেছেন তিনি৷ ২০১২ সালে নন্দীশ সাধুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রেশমি৷ কিন্তু সেই বিয়ে টেকেনি৷  ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =