অস্কারের মঞ্চে ইরফান, সম্মানিত অস্কারজয়ী ভানু আথাইয়া

অস্কারের মঞ্চে ইরফান, সম্মানিত অস্কারজয়ী ভানু আথাইয়া

ওয়াশিংটন: অস্কারের মঞ্চে সম্মানিত হলেন অভিনেতা ইরফান খান। ‘বাফটা পুরস্কার’-এর পর এবার ‘অস্কার ২০২১’-এর মঞ্চেও শ্রদ্ধার্ঘ্য পেলেন ইরফান। স্মরণ করা হল আরও এক ভারতীয় কিংবদন্তি অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে।

বিশ্ব জুড়ে করোনা আবহে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল ‘অ্যাকাডেমি অস্কার ২০২১’। প্রতি বছরই অস্কারের মঞ্চে স্মরণ করা হয় চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত প্রয়াত শিল্পীদের। এবারের অস্কারে সেরকমভাবেই শ্রদ্ধার্ঘ্য জানানো হল প্রথম ‘জেমস বন্ড’ কিংবদন্তি অভিনেতা শন কনারি, আমেরিকার তারকা অভিনেতা চ্যাডউইক বোসম্যান-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিদের। সম্মান দেওয়া হল ভারতের কিংবদন্তি অভিনেতা ইরফান খান ও অস্কারজয়ী ভারতীয় কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে।

দীর্ঘ দুই বছর ধরে নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই করেছিলেন ইরফান। গত বছর করোনা আবহে ২৯ এপ্রিল সব কিছু ফেলে রেখে মাত্র ৫৩ বছর বয়সে তারাদের দেশে হারিয়ে যান তিনি। তার অভিনয় ভারতের পাশাপাশি গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। হলিউডও তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছে। তার ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ও ‘লাইফ অফ পাই’ অস্কারের মঞ্চে বহু বিভাগে পুরস্কার জিতেছে। অস্কারের মঞ্চে নিজেদের প্রিয় অভিনেতাকে দেখতে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ইরফান-এর অগুনতি ভক্তরা। সোশ্যাল মিডিয়া ভরে যায় আবেগঘন পোস্টে।

রবিবার ‘অস্কার ২০২১’-এর মঞ্চে স্মরণ করা হয় আরও এক ভারতীয় কিংবদন্তি কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে। ভারতের প্রথম অস্কারজয়ী তিনি। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ‘গান্ধী’ ছবির পোশাকসজ্জা করে অস্কারের মঞ্চে সম্মানিত হন ভানু। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মারা যান এই অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার। দীর্ঘ আট বছর ধরে তিনি টিউমারের সঙ্গে লড়াই করছিলেন। শরীরের একাংশ পড়ে গিয়েছিল পক্ষাঘাতে। দীর্ঘ বহু বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =