ডিপ নেকে স্পষ্ট ক্লিভেজ, উন্মুক্ত উরু! ছেলের পাশে এই পোশাকে কটাক্ষের শিকার মালাইকা

ডিপ নেকে স্পষ্ট ক্লিভেজ, উন্মুক্ত উরু! ছেলের পাশে এই পোশাকে কটাক্ষের শিকার মালাইকা

মুম্বই:  বয়স তাঁর কাছে শুধুমাত্র সংখ্যা৷ শরীরি বিভঙ্গে তিনি হার মানান বিশের তণ্বীকেও৷ বলিউডে মালাইকা মানেই হট সেনসেশন৷ ৫০-এর কাছে পৌঁছেও মোহমায়ী তিনি৷ তাঁর সেক্সি ফিগারে ঘায়েল নেটিজেনরা৷ কিন্তু এ কোন পাশাকে ছেলের সঙ্গে রাস্তায় বেরলেন তিনি? তাঁর ছবি দেখে ফের নেটপাড়ায় উঠল নিন্দার ঝড়৷ 

আরও পড়ুন- অস্কারের মঞ্চে ইরফান, সম্মানিত অস্কারজয়ী ভানু আথাইয়া

ছেলে আরহানের সঙ্গে এদিন কালো ডিপ নেক টিশার্ট আর শর্টস পড়ে রাস্তায় বেরিয়েছিলেন মালাইকা৷ জামার ভিতর থেকে স্পষ্ট উঁকি দিচ্ছিল বক্ষ বিভাজিকা৷ এই এইভাবে ছেলের পাশে দেখার পরেই সমালোচনার ঝড় ওঠে৷ এমনীতে মালাইকার সেক্সি শরীরের নেশায় বুঁদ তাঁর গুণগ্রাহীরা৷ তাঁকে ফিটনেস গুরু হিসাবেও মানেন অনেকে৷ বয়সের কাটা ৪৭ ছুঁলেও ফিটনেসে তিনি বহু বলি নায়িকাকেই হার মানান৷ রূপ-যৌবন ধরে রাখতে নিয়মিত শরীর চর্চা করেন ‘ছাইয়া গার্ল’৷ বরাবরই বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি৷ আরও একবার শর্টস ডেনিমে নিতম্ব আর লো নেট টিশার্টে ক্লিভিজ দেখিয়ে ক্যামেরাবন্দি হলেন পাপারাৎজিদের৷ 

আরও পড়ুন- অস্কার ২০২১: একনজরে দেখুন অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

কিন্তু শরীরের এই প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল তাঁকে৷ যদিও এসবের ধার ধারেন না তিনি৷ চলেন নিজের মেজাজেই৷ এদিন মুখে মাস্ক লাগিয়ে ছেলে আরহানের সঙ্গে রাস্তায় বেড়িয়েছিলেন তিনি৷ এই ছবি দেখে ধেয়ে আসে একের পর এক মন্তব্য৷ অনেকেই বলছেন, মায়ের চেয়ে ছেলের পোশাক বড়৷ অনেক আবার ছেলের পাশে তাঁর এই পোশাক দেখে বলছেন, মায়ের শিক্ষা নেই৷ তবে এই বিষয়ে নো-কমেন্ট মালাইকার৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =