নেট দুনিয়াতেই ভক্তদের ‘ঈদ মুবারক’ বলিউডি সেলেবদের

নেট দুনিয়াতেই ভক্তদের ‘ঈদ মুবারক’ বলিউডি সেলেবদের

মুম্বই:  রমজান মাস শেষে আজ খুশির ঈদ৷ কিন্তু করোনা কাঁটায় এবারও ঈদের উৎসব সাদামাটা৷ পরিস্থিতি বদলে দিয়েছে উৎসব পালনের ধরন৷ সকলে মিলে হইচই ভুলে বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে সকলে৷  ইন্টারনেটে ঈদের শুভেচ্ছায় ভাসালেন সেলিব্রিটিরা৷

আরও পড়ুন- সঙ্গমের সময় এই কাজটি একেবারেই পছন্দ নয় নিকের, ফাঁস প্রিয়াঙ্কার বেডরুম সিক্রেট

সোনম কাপুর- সোনম নিজের প্রথম ছবি সাওয়ারিয়ার একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছ জানান৷ তিনি লেখেন, ‘‘সকল ভাই-বোনকে ঈদ মুবারক’’৷ 

প্রিটি জিন্টা- ঈদে সকলের সুস্বাস্থ্য প্রার্থনা করেছেন প্রিটি৷ টুইট করে তিনি লেখেন, ‘‘যাঁরা ঈদ পালন করছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা৷ সর্বশক্তিমান আমাদের শক্তি দিক, সুস্বাস্থ্য দিক এবং আগামী বছরগুলি আনন্দে ভরিয়ে তুলুক৷’’

অমিতাভ বচ্চন- নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাঙ বচ্চন৷ 

কঙ্গনা রানাউত- বলিউডে বিতর্ক মানেই কঙ্গনা৷ সম্প্রতি একাধিক ইস্যুতে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী৷ আজ ইনস্টাগ্রামে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ 

অনিল কাপুর- আজ একটি পুরনো পোস্টকেই রিপোস্ট করেছেন অনিল৷ ওই পোস্টে অন্ধকার সময়ে ইতিবাচক থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি৷ 

সুস্মিতা সেন- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা করি সকলের জীবনে ভালো সময় নেমে আসুক৷ সকলের জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক৷ 

অক্ষয় কুমার-  সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের খিলাড়ি৷ অক্ষয় লেখেন, সর্ব শক্তিময় সকলকে সুস্বাস্থ্য ও শান্তি দিক৷সকলের কষ্ট লাঘব করুন৷    

শাহিদ কাপুর- শীঘ্রই তেলেগু ছবির হিন্দি রিমেক ‘জার্সি’ ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে৷ এদিন টুইট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান কবীর সিং৷ তিনি লেখেন, ‘‘চাঁদ মুবারক, ঈদ মুবারক৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =