ঘনিষ্ঠ সম্পর্কে থাকা করিশ্মা ও অভিষেকের সম্পর্কের ‘খলনায়িকা’ কে? কিসের লোভ ছিঁড়েছিল বন্ধন?

ঘনিষ্ঠ সম্পর্কে থাকা করিশ্মা ও অভিষেকের সম্পর্কের ‘খলনায়িকা’ কে? কিসের লোভ ছিঁড়েছিল বন্ধন?

মুম্বই:  বি-টাউনে অভিষেক ও করিশ্মার দীর্ঘ সম্পর্কের কথা কারও অজানা নয়৷ কিন্তু শাহেনশা পুত্রের সঙ্গে সেই সম্পর্ক টেকেনি রনধীর ও ববিতা কাপুরের বড় মেয়ের৷ বলিউডে সাফল্য পেলেও করিশ্মার ব্যক্তিগত জীবন কিন্তু একেবারেই সুখের নয়৷ জানা যায়, অতিরিক্ত লোভের জন্যই নাকি সম্পর্ক ভেঙে গিয়েছিল অভিষেক ও কমিশ্মার৷ 

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্ত কঙ্গনা রানাওয়াতের ব্যক্তিগত দেহরক্ষী!

এক সময় করিশ্মা ও অভিষের প্রেম কাহিনী ছিল হটকেক৷ বচ্চন পরিবারের বউ হিসাবে করিশ্মাকে মেনেও নিয়েছিল অমিতাভ-জয়া৷ করিশ্মার চেয়ে অভিষেক ২ বছরের ছোট ছিল৷ তার উপর সেই সময় বলিউডে তেমন সাফল্যও পাননি অভিষেক৷ কিন্তু তাতে কী? কেরিয়ারের মধ্যগগনে থাকা করিশ্মা মজেছিলেন অমিতাভ-পুত্রে৷ কিন্তু শেষ পর্যন্ত কী হল? জানা যায় একের পর এক হিট ছবিতে কাজ করা করিশ্মার সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল৷ তবে ছেলের পছন্দকে স্বীকৃতি দিয়েছিল বচ্চন পরিবার৷ প্রকাশ্যেই সেই স্বীকৃতি দিয়েছিলেন জয়া৷ তিনি বলেছিলেন, মন থেকে কাপুর পরিবারকে মেনে নিয়েছে বচ্চন পরিবার৷ এমনকী করিশ্মাকে ভাবী পুত্রবধূ হিসাবেও উল্লেখ করেছিলেন তিনি৷ কিন্তু এই সম্পর্কের করুণ পরিণতির পিছনে ছিলেন কাপুর পরিবারের এক সদস্য৷ তিনি আর কেউ নন করিশ্মা কাপুরের মা ববিতা কাপুর৷ তাঁর জন্যই অভিষেকের সঙ্গে করিশ্মার সম্পর্ক ভেঙে যায়৷ 

ববিতা এই সম্পর্ককে মেনে নিতে পারেননি৷ নানা প্রশ্ন তুলেছিলেন তিনি৷ অভিষেকের কেরিয়ার ও উপার্জন নিয়ে তিনি সন্দিগ্ধ ছিলেন৷ এ নিয়ে দুই পরিবারের বিস্তর কথা হলেও বেঁকে বসেছিলেন ববিতা৷ এমনকী বচ্চন পরিবারের সামনে একটি শর্তও রাখেন তিনি৷ বলেন সমস্ত সম্পত্তি অভিষেক ও করিশ্মার নামে লিখে দিতে হবে৷ এই শর্তের পরেই ভেঙে যায় বলিউডের এই প্রিয় জুটি৷ এর পর ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার৷ সে সম্পর্ক টেকেনি৷ আর ঐশ্বর্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =