Cold
কলকাতা: ক্যালেন্ডার বলছে এখন বসন্ত৷ তবে শীত গিয়েও যেন যায়নি৷ মরশুমের শেষে রাজ্যজুড়ে শীতের আমেজ। আবার দুদিনের ছোট্ট স্পেল শুরু৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দুদিন ফের পারদ নামবে দক্ষিণবঙ্গে৷ ১-২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোভাবেই টের পাওয়া যাবে শীতের আমেজ।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার তা খানিকটা কমে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস হবে। যা স্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে বসন্তের আমেজ মিলবে বাংলায়। এদিকে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব পড়হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা কমবে পারে। ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে কলকাতার তাপমাত্রা৷ তবে দু’দিন পর ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পরই পাকাপাকি ভাবে গুডবাই জানাবে শীত।