স্তন্যপান করানোর ছবি পোস্ট করে নিন্দার মুখে টেলি অভিনেত্রী

স্তন্যপান করানোর ছবি পোস্ট করে নিন্দার মুখে টেলি অভিনেত্রী

মুম্বই: স্তন্যপান করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন মুম্বইয়ের টেলি অভিনেত্রী শিখা সিং।

মা হওয়ার পর থেকে গত এক বছর ধরে তিনি কন্যাসন্তান আলায়নার সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের খ্যাতনামা অভিনেত্রী ১ জুলাই নিজের ও তাঁর একরত্তির একটি ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। তিনি মেয়েকে স্তন্যপান করানোর সময় ছবিটা তুলেছেন৷ সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শিখা লিখেছিলেন, ‘নিজের সন্তানকে ঠান্ডা পানীয় পান করানোর জন্য মায়েরা যতটা সমালোচিত হন, তার চেয়ে অনেক বেশি নিন্দা শুনতে হয় মাতৃদুগ্ধ পান করানোর জন্য। আমি সেই দিকটায় বদল আনতে চাই।’ যদিও ধার করা এই পংক্তি তুলে ধরে নিজের মনের কথাই বলতে চেয়েছেন তিনি। তাতেই সমাজের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে তাঁকে।

সেই ছবিটিকে কেবল একটি ‘নগ্ন ছবি’ হিসেবেই কটাক্ষ করেছেন নেটাগরিকরা। শিখার শরীরের কিছু অংশ দেখা যাওয়ায় ক্ষুব্ধ নেটাগরিকদের কোপ এসে পড়েছে অভিনেত্রীর ওপর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি আমার মেয়েকে স্তন্যপান করানোর একটি ছবি পোস্ট করেছি। সেজন্য নেগাগরিকরা আমাকে নানা ভাবে কটাক্ষ করেছেন। প্রথমত, আমি মানুষের মতামত এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বিচলিত নই৷ দ্বিতীয়ত, আমি মাতৃদুগ্ধ পান করানোটা একটি স্বাভাবিক ঘটনা, তা মানুষকে বোঝাতে চাই৷ ছবিটি এমন ভাবে তোলা হয়েছিল, যাতে আমার মেয়ের মুখ ঢাকা থাকে। মানুষ ছবিটিকে একটি ‘নগ্ন ছবি’ বলেছেন, যদিও সেটি আদৌ তা নয়!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =