মধুমিতায় মজলেন পাকিস্তানি ব্লগার

মধুমিতায় মজলেন পাকিস্তানি ব্লগার

কলকাতা: দেশের গন্ডি পেরিয়ে বিদেশের এক ব্লগার মজলেন মধুমিতা সরকারে৷ অভিনেত্রীর রিল ছবি দেখে মুগ্ধ পাকিস্তানের ব্লগার জাফর আলি৷ এই খবরে আপ্লুত মধুমিতাও৷ 

সোশ্যাল মাধ্যমে বেশ জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার৷ প্রতিদিনই নতুন নতুন মুডে ছবি পোস্ট করেন তিনি৷ সকালে ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করে পার্টি টাইম, সোশ্য়াল মিডিয়ায় ধরা দেন সব মুহূর্তেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের  সংখ্য়াও নেহাতই কম নয়। এবার তাতেই মজেছেন পড়শি দেশের ব্লগার। কল মি জাফর আলি নামে একটি চ্যানেলে তিনি বিভিন্ন অভিনেত্রীদের রিল শুট করেন। এবার তিনি মধুমিতাকে বেছে নেন। যদিও মধুমিতা যে বাঙালি, তা প্রথমে বুঝতেই পারেননি ওই ব্লগার৷ পরে কথা শুনে বুঝতে পারেন। ভাষা না বুঝেও তাঁর অভিব্যক্তিতেই মজেছেন তিনি। রিল চলাকালীন মিষ্টি, দারুণ, কিউট হ্য়ায় ছাড়া অন্য কোনও শব্দ ব্যবহারই করেননি জাফর আলি। বরং নায়িকার দিকে তাঁর অক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বোঝাই যাচ্ছে নায়িকার রূপে মজেছেন তিনি।

ধারাবাহিকে অভিনয় করাকালীনই জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা৷ ‘লভ আজ কাল পরশু’ ছবির মাধ্য়মে ডেবিউ করেন তিনি। এরপর ‘চিনি’ ছবিতে দর্শকদের প্রশংসা পেয়েছেন৷ ‘ট্য়াংরা ব্লুজ’ ছবিতে পরমব্রতর বিপরীতে সাবলীল অভিনয় করেও মন জয় করেছেন দর্শকের। এবার তিনি মন জয় করলেন পড়শি দেশেরও৷ তাঁর কাছেও এটি পরম পাওয়া, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন এই ভিডিও। এর আগে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান মধুমিতার ছবিতে ভালোবাসার চিহ্ন এঁকে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =