তিনি ছবি করলে নায়িকা হবেন কে? জানিয়ে দিলেন মদন

তিনি ছবি করলে নায়িকা হবেন কে? জানিয়ে দিলেন মদন

কলকাতা:  মদন মিত্র মানেই ‘সামথিং স্পেশাল’৷ টলি পাড়ায় তিনি পরিচিত মাই ডিয়ার হিসাবেই৷ ভোটের আগে পায়েল, শ্রাবন্তীদের সঙ্গে নৌকায় দোল খেলতে দেখা গিয়েছিল তাঁকে৷ যা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি৷ তবে টলিউডের বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই তাঁর সখ্য বেশ উল্লেখযোগ্য৷ তবে তিনি যদি কোনও দিনও প্রযোজক হন তাহলে তাঁর ছবিতে নায়িতকা হবেন কে? সেই উত্তরও এবার জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক৷

আরও পড়ুন- পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী

কৃষ্ণকলির তিয়াশা থেকে তরুণ কুমারের নাতবৌ ত্বরিতা, সকলের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে মদনের৷ তাই তো রাত আড়াইটের সময় অভিনেত্রীকে বার্থডে উইশ করতে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ ভাবছেন তো কার জন্মদিন? সেই বার্থডে গার্ল হলেন তরুণ কুমারের নাতবৌ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়৷ যদিও মধ্যরাতে অভিনেত্রীর বাড়িতে ঢুকতে পারেননি তিনি৷ তবে বুধবার সকালে ফের পৌঁছে যান উপহার হাতে৷ এদিন একটি শাড়ি উপহার দেন ত্বরিতাকে৷ সেই সঙ্গে ফেসবুক লাইভও করেন তিনি৷  এদিন মদনের পরনে ছিল স্পোর্টস টিশার্ট৷ চোখে সানগ্লাস৷ 

আরও পড়ুন- উড়ছে পোশাক, আর একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, মেরিলিন মনরো বেশে সামলালের শ্রীলেখা

এদিন ফেসবুক লাইভে বিধায়ক বলেন, ‘‘বাংলায় এই মুহূর্তে মদন মিত্রের সবচেয়ে প্রিয় অভিনেত্রী ত্বরিতা৷ ত্বরিতা অসাধারণ৷ উনি উত্তর কুমারের পরিবারের বউ৷ ত্বরিতা-সৌরভ আমার পরিবারের সদস্যের মতো৷  আমি নিজে প্রযোজক হলে আমার ছবির নায়িকা হবে ত্বরিতাই৷’’ উল্লেখ্য, রানি রাসমনিতেও অভিনয় করেছেন ত্বরিতা৷ মদন মিত্রের কাছ থেকে উপহার পেয়ে ও তাঁর মুখে প্রশংসা শুনে বেশ খুশি অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে ছবি আপলোড করে মদনবাবুকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seventeen =