ঠোঁটে ঠোঁট ঠাসা চুমু, জন্মদিনে পরিমণীর উষ্ণতায় ভাসলেন পুলিশ কর্তা, দেখুন ভিডিয়ো

ঠোঁটে ঠোঁট ঠাসা চুমু, জন্মদিনে পরিমণীর উষ্ণতায় ভাসলেন পুলিশ কর্তা, দেখুন ভিডিয়ো

ঢাকা: পরিমণীর সঙ্গে বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি গোলাম সাকলায়েনের সম্পর্ক নিয়ে হইচই পড়ে গিয়েছে পড়শি দেশে৷  তাঁদের সম্পর্ক আর লুকোছাপা নেই৷ এবার সামনে এল এই প্রেমিক যুগলের ঘনিষ্ঠ ভিডিয়ো৷ সেখানে দেখা যায় রোম্যান্সে আবিষ্ট হয়ে সাকলায়েনের জন্মদিন পালন করছেন পরিমণী৷ দিচ্ছেন ঠোঁট ঠাসা চুম্বন৷ 

আরও পড়ুন- বোতাম খোলা ডেনিম জ্যাকেটে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, অন্তর্বাসে ঝড় স্বস্তিকার

পরিমণী

ভিডিয়োতে দেখা গিয়েছে নীল কালো বেলুনে সাজিয়ে তোলা হয়েছে গোটা ঘর৷ রং মিলিয়ে জন্মদিনের কেকও আনা হয়েছে নীল-কালো৷ তারপর সাকলায়েনের হাত ধরে কেটে কেটে দেন পরিমণী৷ গোলাপী শাড়িতে পরিমণী তখন লাস্যময়ী৷ ক্যামেরার পিছনের এক ব্যক্তি হ্যাপি বার্থ ডে গান ধরতেই সুর মেলালেন অভিনেত্রী৷ সঙ্গে শরীরি হিল্লোল তুলে শুরু করলেন নাচ৷ কেক কেটে সাকরায়েলকে খাওয়ানোর পরেই একেবারে লিপ কিস৷ তার পর এক টুকরো কেটে নিজের ঠোঁটে কামড়ে সেখান থেকে ফের খাওয়ালেন প্রেমিক সাকরায়েলকে৷ ভিডিয়োর পরতে পরতে রয়েছে ধরা পড়েছে তাঁদের মাখো মাখো প্রেম৷ ভিডিয়োটি আপাতত ভাইরাল৷ 

এর আগে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল৷ সেখানে দেখা যায়, ১ আগস্ট সকাল ৮ টা ১৫ নাগাদ রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সামনে একটি সাদা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসেন লাল টি-শার্ট পরা এক ব্যক্তি। এরপর কোলে কুকুর নিয়ে সাদা পোশাক পরে গাড়ি থেকে নামেন পরীমণি। রিসেপশন থেকে চাবি নিয়ে তাঁরা দু’জন লিফটে উঠে পড়েন৷ পরে তাঁদের গাড়ি থেকে ট্রলি ব্যাগ ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার নাগাদ ফের ওই ভবনের সামনে এসে দাঁড়ায় পরীমণির গাড়ি৷ কিছুক্ষণ পর গাড়িতে ওঠেন তাঁরা৷ বেরিয়ে যাওয়ার সময় পরীমণির পরনে ছিল কালো রংয়ের পোশাক। অর্থাৎ ঘরে পোশাক বদলেছিলেন তিনি৷   

পরিমণী

পরিমণীর সঙ্গে এই প্রেমের জেরেই শাস্তির মুখে পড়েছেন সাকলায়েন৷ তাঁকে দায়িত্ব থেকে সরিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ৷ এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন তসলিমা নাসরিন৷ তিনি বলেন, ‘‘সুন্দরী নায়িকার প্রেমে পড়ায় ‘অফিশিয়ালি শাস্তি’ পাচ্ছেন পুলিশ কর্তা৷ বাংলাদেশে প্রেমের চেয়ে ভয়াবহ অপরাধ কিছু নেই৷’’


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =