সঙ্গম নাকি মেক আপ, কোনটা ছাড়তে রাজি দিশা? সপাটে জবাব নায়িকার

সঙ্গম নাকি মেক আপ, কোনটা ছাড়তে রাজি দিশা? সপাটে জবাব নায়িকার

মুম্বই:  দিশা পাটানি মানেই হট লুকস, চাবুক ফিগার, মোহময়ী চাউনিতে পাগল করা আবেদন৷ তিনি যে ফিটনেস ফ্রিক, তা আর কারও অজানা নয়৷ তাঁর শরীর চুঁইয়ে পরা উষ্ণতায় মোমের মতো গলে পড়ে পুরুষ হৃদয়৷ শরীরী হিল্লোলে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীকেও ১০ গোল দিচ্ছেন দিশা৷ তাঁর এক ঝলক পেতে মরিয়া অনুগামীরা৷ ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে কখন ধরা দেবেন অভিনেত্রী, সেই অপক্ষাতেই মশগুল তাঁর গুণগ্রাহীরা৷ সম্প্রতি দিশার একটি পুরনো সাক্ষাৎকার সামনে এসেছে৷ যা ফের ভাইরাল৷ 

আরও পড়ুন-  গুরুতর অসুস্থ সায়রা বানু, ভর্তি ICU-তে 

দিশা

ওই সাক্ষাৎকারে দিশার সঙ্গে বেশ খুনসুটি করা হয়েছিল৷ তাঁর কাছ জানতে চাওয়া হয়েছিল, তিনি এক বছরের জন্য মেকআপ ছেড়ে দেবেন নাকি এক মাসের জন্য সঙ্গম? দিশা যে উত্তরটা দিয়েছিলেন তা শুনলে চমকে যাবেন৷ হবে নাই বা কেন৷ দিশা মানেই যেন উষ্ণতা৷ কখনও তিনি ঝড় তোলেন বিকিনিতে৷ কখনও আবার ফাটা অন্তর্বাসেই পোজ৷ বলে রাখা ভালো, সবচেয়ে বেশি সার্চ করা অভিনেত্রীদের মধ্যে দিশা একজন৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান ভাবে সক্রিয়৷ ৪৫.৮ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর৷ 

disha

বলিউডে নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন দিশা৷ তবে পেজ থ্রি-তে তিনি সবচেয়ে বেশি চর্চায় থাকেন তাঁর শরীরী প্রদর্শন নিয়ে৷ তাঁর একের পর এক বোল্ড ফটোশুট রীতিমতো আগুন ঝরিয়েছে৷ তবে যে সাক্ষাৎকারটি প্রকাশ্যে এসেছে, সেটি বলিউডে জনপ্রিয়তা পাওয়ার কিছু আগে৷ মিস মালিনী চিট চ্যাটে একবার আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে৷ সেখানেই তাঁকে দুষ্টু দুষ্টু প্রশ্ন করা হয়৷ 

disha

দিশার কাছে জানতে চাওয়া হয়েছিল, এক বছরের জন্য আপনি মেকআপ ছেড়ে দেবেন না এক মাসের জন্য সঙ্গম? এই প্রশ্নের সপাটে জবাব দিয়েছিলে দিশা৷ তিনি বলেন, ‘‘আমি এমনিতেই বেশি মেকআপ করি না৷ তাই মেক আপটাই ছেড়ে দেব৷’’ অর্থাৎ সঙ্গম নয়! দিশার উত্তর শুনে অনেকেই চমকে উঠেছিলেন৷ 

দিশা

এখানেই শেষ নয়, দিশাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আপনি সারা জীবন ভেজা আন্ডারওয়্যার পরবেন নাকি, বছরে একবার স্নান? এই প্রশ্নের জবাবও নিজের ভঙ্গীতে দিয়েছিলেন দিশা৷ তিনি বলেন, ‘‘ভিজে আন্ডারওয়্যার সহ্য করা বেশিই কষ্টকর৷ তাই বছরে একবার স্নানটাই ভালো৷’’ সেই সঙ্গে তিনি এও জানিয়ে দেন, জীবনে কখনই ভেজি অন্তর্বাস পরেননি তিনি৷ 

দিশা

উল্লেখ্য, টাইগার স্রফের সঙ্গে তাঁর সম্পর্ক আর লুকোছাপা নেই৷ এ বিষয়ে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন৷ কিন্তু তাঁদের রসায়ন পাপারাৎজিদের নজর এড়ায়নি৷ দুই পরিবারের মধ্যেও নাকি দারুণ সম্পর্ক রয়েছে৷ কবে দুই তারকা ছাদনাতলায় যাবেন, এখনও তারই অপেক্ষা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =