‘ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে’, মাতৃ বিয়োগে ভেঙে পড়লেন অক্ষয়

‘ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে’, মাতৃ বিয়োগে ভেঙে পড়লেন অক্ষয়

মুম্বই:  প্রয়াত বলিউড তারকা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া৷ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণাদেবী৷ আজ সকালে ইনস্টাগ্রাম ও টুইটারে মাতৃ-বিয়োগের খবর নিজেই জানান অভিনেতা৷ 

আরও পড়ুন- সাদা ব্রা-লেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা, ‘দো ঘুটে’ নেট পাড়ায় আগুন ঝরালেন নিয়া

গত শুক্রবার বিকেলে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয় অরুণা ভাটিয়াকে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে গত সপ্তাহে লন্ডন থেকে শ্যুটিং ছেড়ে দেশে ফিরেছিলেন অক্ষয়৷ এদিন টুইট করে অক্ষয় বলেন, “উনি আমার জীবনের সবকিছু ছিলেন। আমার ভিতরে নিদারুণ কষ্ট অনুভব করছি৷ আজ সকালে আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া ইহলোক ত্যাগ করেছেন৷ উনি পরলোকে আমার বাবার সঙ্গে মিলিত হলেন। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পরিস্থিতিতে আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। ওম শান্তি৷”

অক্ষয়

অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘সিন্ডরেলা’র শ্যুটিং এর জন্য গত কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ডে ছিলেন। কিন্তু তাঁর মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক শুনেই দেশে ফিরে আসেন৷ গত মঙ্গলবার মায়ের সুস্থতা কামনা করে একটি টুইটও করেছিলেন৷ টুইট করে লিখেছিলেন, ‘‘আমার মায়ের অসুস্থতার খবরে আপনাদের উদ্বেগ হৃদয় স্পর্শ করে গিয়েছে৷ আমার এবং আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময়৷ আপনাদের প্রত্যেকের প্রার্থনা প্রয়োজন৷’’

আরও পড়ুন- রাজি মদন! এবার বায়োপিকে ফুটে উঠবে রাজনীতির রঙিন চরিত্রের জীবন

কয়েক বছর আগে মায়ের কথা বলতে গিয়ে অক্ষয় বলেছিলেন, ‘‘মায়ের সঙ্গে আমার সম্পর্কটা খুবই মজবুত। আবার একই সঙ্গে বেশ কোমল। কোনও দূরত্বেই আমাদের কিছু এসে যায় না৷ কোনও কিছুই একে অপরের খোঁজখবর নেওয়া থেকে আমাদের আটকাতে পারবে না। মা ছাড়া নিজেকে ভাবতেই পারি না।” স্বাভাবিক ভাবেই মায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অক্ষয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =